জাহান্নামের ভয়ঙ্কর বর্ণনা – পর্ব ২ (বাস্তবধর্মী ও ভীতিকর) 😱
জাহান্নামের দরজা যখন বন্ধ হলো, তখন সেই মানুষটি বুঝল—এখান থেকে আর ফেরার কোনো পথ নেই। চারদিক জ্বলন্ত আগুনে ঘেরা, যেন বিশাল আগ্নেয়গিরির ভেতরে সে বন্দি। বাতাসও সেখানে আগুনের মতো গরম, শ্বাস নিতেই বুক জ্বলে যায়।
হঠাৎ চারদিক থেকে ভয়ানক শব্দ—চেইনের ঝনঝনানি, আগুনের গর্জন, আর মানুষের চিৎকারে আকাশ কেঁপে উঠল। ফেরেশতারা বিশাল কালো চেইন হাতে এগিয়ে এল। সেই চেইন এত লম্বা যে, কিয়ামতের দিন তার দৈর্ঘ্য হবে সত্তর হাতেরও বেশি! তারা সেই মানুষটিকে আগুনের ফাঁদে বেঁধে টেনে নিয়ে গেল আরও গভীরে—“সা’ইর” নামের এক স্তরে, যা জাহান্নামের ভেতরকার ভয়াবহ স্থানগুলোর একটি।
🔥 সেখানে আগুন এমন যে, দুনিয়ার আগুন যদি জাহান্নামের আগুনের এক ফোঁটাও পেত, পুরো পৃথিবী পুড়ে যেত। আগুনের শিখা শুধু বাইরে নয়—ভেতর থেকেও জ্বলে ওঠে। মানুষের শরীর ভেতর থেকে গলতে থাকে, কিন্তু মৃত্যু আসে না।
তারপর আনা হলো তপ্ত পানি (হামিম)। আগুনের তাপে ফুটতে থাকা সেই পানির এক ফোঁটা মুখে পড়তেই জিহ্বা গলে পড়ল। পেটে গেলে নাড়িভুঁড়ি ছিঁড়ে বেরিয়ে আসে। তবু তাদের তৃষ্ণা মেটে না। তারা পান করে কারণ ভয় আর যন্ত্রণায় তারা বুঝে না কী করছে।
তাদের খাবার? — “যাক্কুম গাছের ফল।”
ফল দেখতে সুন্দর, কিন্তু মুখে নিতেই মুখ পুড়ে যায়, পেট ফেটে রক্ত বের হয়। ফেরেশতারা বলে,
—“এটাই তোমাদের জন্য, যাদের হৃদয়ে ছিল অহংকার আর গাফেলতি।”
কেউ কেউ চিৎকার করে বলে,
—“হে আল্লাহ! আমাদের শেষ করে দাও!”
তখন এক ভয়ঙ্কর আওয়াজ আসে—
—“এটা মৃত্যুর জায়গা নয়! এখানে মৃত্যু নেই, কেবল অনন্ত শাস্তি।”
তারপর ফেরেশতারা বিশাল লোহার হাতুড়ি নিয়ে আসে। এক আঘাতেই পুরো শরীর ভেঙে যায়, আবার গঠিত হয় নতুন শরীর—শুধু যেন আরও শাস্তি পেতে পারে। আগুনের মধ্যে হাজার রকমের ভয়ানক জন্তু—আগুনের সাপ, বিচ্ছু, কুকুরের মতো দানব—যারা কামড়ায়, ছিঁড়ে খায়।
চারপাশে একটাই শব্দ—আর্তনাদ, কান্না, চিৎকার। কেউ বলে,
—“আহ, যদি আমি পৃথিবীতে একবার সিজদা করতাম!”
কেউ বলে,
—“যদি আমি একবার গরিবকে খাওয়াতাম!”
কিন্তু আজ কোনো দোয়া, কোনো অনুতাপই কাজে আসে না।
🔥 আগুনের রঙ বদলায়—কখনো কালো, কখনো নীল, কখনো সবুজ। সেই আগুন এত ভয়ঙ্কর যে ফেরেশতারাও তা দেখে কাঁপে। জাহান্নামের দরজাগুলোর ফাঁক দিয়ে গর্জনের আওয়াজ বের হয়, যা শুনে পাহাড় পর্যন্ত ভয়ে ভেঙে পড়বে—কিন্তু মানুষ তখনও সেখানে চিৎকার করছে, “হে রব, দয়া করো!”
কিন্তু দয়া তখন আর আসে না।
🌑 এভাবেই চলতে থাকে সেই যন্ত্রণা—শেষ নেই, মুক্তি নেই, আশা নেই।
শুধু ভয়, আগুন, আর অনন্ত আফসোস।
“হে আল্লাহ, আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করো,
আর এমন কাজ থেকে দূরে রাখো যা আমাদের সেখানে নিয়ে যাবে।” 🤲
Информация по комментариям в разработке