ইমাম মাহদী কবে আসবেন ? | কিয়ামতের আলামত | ইমাম মাহদীর আগমান | When Imam Mahdi came ?
পৃথিবতে এক সময় কেয়ামত ঘটবে। এ কেয়ামতের পূর্বে বহু ছোট-বড় নিদর্শন প্রকাশ পাবে। নিদর্শনগুলোর মধ্যে বড় একটি নিদর্শন হলো ইমাম মাহদির আবির্ভাব। হাদিসের আলোকে এটা অবশ্যই প্রমাণিত এবং সত্য যে, কিয়ামতের পূর্বে নবী (সা.)-এর আহলে বাইতের মধ্য হতে এমন একজন ব্যক্তির আগমন হবে যার নাম ও পিতার নাম হবে নবী (সা.)-এর নাম ও পিতার নামের অনুরূপ। অর্থাৎ মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ। যার উপাধি হবে ‘মাহদী’। রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার মাত্র একদিনও বাকি থাকে তবুও-আল্লাহ তাআলা ওই দিনকে দীর্ঘ করবেন এবং আমার বংশের এক ব্যক্তিকে প্রেরণ করবেন। তার নাম আমার নামের সাথে এবং তার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলে যাবে। (সুনানে আবু দাউদ : ৪২৮১)।
ইমাম মাহদীর পরিচয় ও বৈশিষ্ট্য: উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মাহদী হবে ফাতেমার বংশধর। (সুনানে আবু দাউদ : ৪২৮৩)। আবু উমামা বাহেলী রা. থেকে বর্ণিত, এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) তাকে নেককার লোক বলে অভিহিত করেছেন। (সুনানে ইবনে মাজাহ : ৪০৭৭)। উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হাজরে আসওয়াদ ও মাকামে ইবরাহীমের মধ্যবর্তী স্থানে মানুষ তার হাতে বাইয়াত গ্রহণ করবেন। (অর্থাৎ তার দিক নির্দেশনা অনুযায়ী চলার জন্য তার হাতে হাত রেখে শপথ করবে।)। (সুনানে আবু দাউদ : ৪২৮৫)।
আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, মাহদী আমার বংশের হবে। তার চেহারা উজ্জ্বল হবে। (তার দ্বারা) গোটা দুনিয়ায় ইনসাফ কায়েম হবে। যেমনিভাবে (ইতোপূর্বে) পুরো দুনিয়ায় অন্যায় প্রতিষ্ঠা হয়েছিল। তিনি সাত বছর খেলাফতের দায়িত্ব পালন করবেন। (সুনানে আবু দাউদ : ৪২৮৪)। হযরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মাহদী আমাদের আহলে বাইত থেকে হবে। আল্লাহ তা’আলা তাকে একরাতে খিলাফতের যোগ্য করবেন।
উপরোক্ত হাদীসগুলো থেকে ইমাম মাহদীর যে পরিচয় এবং বৈশিষ্ট্য পাওয়া যায়: ক) ইমাম মাহদী ফাতেমা (রা.) এর বংশে জন্মগ্রহণ করবেন। খ) মাহদী (আ.) এর নাম হবে নবীজির নামে এবং তার পিতার নাম হবে নবীজির পিতার নামে। (এখানে একটি বিষয় জেনে রাখা ভালো মাহাদী ওনার নাম নয়, মাহদী নামের অর্থ: ভালো নির্দেশিত, সৃষ্টিকর্তা দ্বারা পথপ্রদর্শিত, সুপথ প্রাপ্ত ইত্যাদি)। গ) তিনি দেখতে সুদর্শন হবেন এবং ওনার কপাল হবে প্রশস্ত, নাক হবে লম্বা ও সরু। ঘ) মাহদী (আ.) নবী হবেন না। তিনি হবেন একজন নেককার ও ন্যায়পরায়ণ ব্যক্তি যিনি মুসলমানদের খলীফা হবেন। ঙ) মাহদী (আ.) এর আবির্ভাব হবে প্রাচ্য থেকে। ছ) মাহদী (আ.) সাত বছর (কোনো কোনো হাদিসে এসেছে নয় অথবা উনিশ বছর) খেলাফতের দায়িত্ব পালন করবেন এবং দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। চ) তার মৃত্যুর পর মুসলমানগণ তার জানাযা পড়বেন।
অতএব উপরোক্ত হাদীসগুলো দ্বারা এটা প্রমাণিত যে, ইমাম মাহাদী আমাদের মাঝে অবশ্যই আসবেন। তবে যে বিষয়টি নিয়ে আমাদের মাঝে মতভেদ এবং বিভ্রান্তি তা হলো ইমাম মাহদী কবে আসবেন, তিনি কি ইতিমধ্যে চলে এসেছেন, বা তার আসার লক্ষণ গুলো কি?
ইমাম মাহদি আগমনের সময়কার পরিস্থিতি হবে খুবই ভয়ংকর। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ওই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, অবশ্যই মানুষের ওপর এমন একটি জমানা আসবে যখন হত্যাকারী বুঝতে পারবে না কী কারণে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কী কারণে তাকে হত্যা করা হয়েছে।’ (মুসলিম: ২৯০৮)।
যে ধন-সম্পদ নিয়ে মানুষের মাঝে মারামারি-কাটাকাটি সে সময় জমিন তার ভেতরের খনিজ সম্পদ ভূপৃষ্ঠে নিক্ষেপ করে দেবে। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, জমিন তার ভূগর্ভস্ত স্বর্ণের টুকরা (খনিজ সম্পদ) স্তম্ভের মতো নিক্ষেপ করে দেবে।’ (তিরমিজি : ২২০৮)।
অতি মূল্যবান সময় দ্রুতগতিতে শেষ হয়ে যাবে। সময়ের বরকত বলতে কিছু থাকবে না। আপতিত বিপদ-মুসিবত এবং ভয়ংকর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে বয়ে যাবে তারা টেরও পাবে না। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, ‘কেয়ামত ওই সময় পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না জমানা নিকটবর্তী না হবে (এত দ্রুতগতিতে অতিক্রম না হবে) যে, বছর মাসের সমান, মাস সপ্তাহ সমান.
হাদিসটির ব্যাখ্যায় হাদিসের অমর ভাষ্যকার মোল্লা আলি কারি (রহ.) বলেন, এটা মাহদি, ঈসা (আ.) কিংবা উভয়ের সময়কালে হবে। তিনি আরও বলেন, এ ব্যাখ্যাটিই স্পষ্ট। কেননা এ বিষয়টি দাজ্জালের বের হওয়ার সময় ঘটবে। আর দাজ্জালের আবির্ভাব এ দুনোজনের সময়কালেই হবে। (মিরকাতুল মাফাতিহ : ১০/১৬৯)।
বাইয়াত গ্রহণের সময় ইমাম মাহদির বয়স হবে ৪০ বছর। খেলাফতের ৭ম বছরে দাজ্জাল বের হবে। তাকে হত্যা করার জন্য ঈসা (আ.) আসমান থেকে অবতরণ করবেন। ইমাম মাহদি তাঁর সঙ্গে দুই বছর কাটাবেন এবং ৪৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করবেন। পরবর্তি ভিডিও সবার আগে দেখতে সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন। তাহলে পরবর্তি ভিডিও PUBLISH হওয়ার সাথে সাথেই notification পেয়ে যাবেন।
Obak Bisho is a fact-finding informative channel in Bangladesh. Obak Bisho Teams highlight the many unknown, strange and adventurous things in the world. We highlight the mysterious objects that are scattered all over the earth. #Obak #Bisho #ইমাম_মাহদী #ইমাম_মাহদী_কে #ইমাম_মাহদী_কবে_আসবেন #কিয়ামতের_আলামত
অবাক বিশ্ব একটি অনুসন্ধানমুলক চ্যানেল। এখানে আমরা পৃথিবীর নানা অজানা বিষয়কে তুলে ধরি। অবাক বিশ্ব চ্যানেলে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা রহস্যময় বিষয় গুলো তুলে ধরি
Art of silence by uniq
/ uniqofficial
Attribution 4.0 International (CC BY 4.0)
https://creativecommons.org/licenses/...
Music promoted by https://www.chosic.com/free-music/all/
Информация по комментариям в разработке