সবথেকে ছোট ৫ খাঁচায় পোষা পাখি | কম খরচে পাখি পালন বাজরিগার ফিঞ্চ লাভবার্ড | 5 Smallest Cage Birds

Описание к видео সবথেকে ছোট ৫ খাঁচায় পোষা পাখি | কম খরচে পাখি পালন বাজরিগার ফিঞ্চ লাভবার্ড | 5 Smallest Cage Birds

পাখি পালন মানুষের খুবই জনপ্রিয় একটি শখ৷ আর ছোট পাখি পালনে ঝামেলা এবং খরচ আরও কম৷ আমাদের আজকের ভিডিওটিতে খাঁচায় সহজেই পালন করা যায় জনপ্রিয় এরকম পাঁচটি পাখি সম্পর্কে জানাবো৷

1. Lovebird
লাভ বার্ড পাখি প্রেমিকদের পছন্দের একটি পাখি। লাভ বার্ড আফ্রিকা অঞ্চলে বেশি দেখা যায়৷
লাভ বার্ড পাখির আয়ুষ্কাল ১০ বছর থেকে ১৫ বছর। লার্ভ বার্ড পাখি ৫ থেকে ৭ ইঞ্চি বা ১৩ থেকে ১৭ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। লাভ বার্ড পাখি চতুর ও চঞ্চল হওয়ার কারনে অনেকের কাছে এ পাখিটি খুবই প্রিয়। পুরো দিনের বেশির ভাগ সময়ে লার্ভ বার্ড পখিকে প্রচুর কর্মব্যস্থতায় দেখা যায়। লাভ বার্ড পখি কয়েক প্রকারের ডাক দিতে পারে। যখন ডাকাডাকি করে, তখন খুব উচ্চস্বরে চিল্লাচিল্লি করতে দেখা যায় লাভ বার্ড পাখিকে। লাভ বার্ড পাখি কিছুটা ভিতু প্রকৃতির হয়ে থাকে৷ কোন বিকট শব্দ শুনলেই লুকিয়ে থাকতে পছন্দ করে লাভ বার্ড পাখিগুলো।

2. Finch
ফিঞ্চ ফ্রিঞ্জিলিডি পরিবারভুক্ত এক ধরণের ছোট গায়ক পাখি। খাঁচার পা‌খি ফিঞ্চ অর্থনৈতিকভাবে বেশ লাভজনক। এই পাখি অস্ট্রেলিয়া মহাদেশের একটি নির্দিষ্ট সীমায় উত্তর ও দক্ষিণ অঞ্চলের ঠাণ্ডা আদ্রতা থেকে দূরে থাকে। এদেরকে ইন্দোনেশিয়া ও পূর্ব তাইমুরেও দেখা যায়। পুয়েরতো রিকো, পর্তুগাল, ব্রাজিল ও আমেরিকাতেও ফিঞ্চ অত্যন্ত পরিচিত। ছোট্ট পাখি ফিঞ্চ তার নিজগুনে এই জনপ্রিয়তা অর্জন করেছে এবং অন্যান্য সৌখিন পাখির মতই ফিঞ্চএর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ফিঞ্চের অনেকগুলো প্রজাতি আছে। যেমন- ডায়মন্ড ফায়ার টেইল ফিঞ্চ, লং টেল ফিঞ্চ, বাংলিশ ফিঞ্চ, জেব্রা ফিঞ্চ ও লেডি গোল্ডিয়ান ফিঞ্চ এদের মধ্যে অন্যতম। এগু‌লোর মধ্যে জেব্রা ফিঞ্চ ও লেডি গোল্ডিয়ান ফিঞ্চ অনেক জনপ্রিয়।


3. Budgerigar
পৃথিবীর অন্যতম সস্তা এবং জনপ্রিয় পোষা পাখি বাজরিগার। যারা শখের বসে পাখি পালন করেন কাছে খুবই পরিচিত একটি পাখি বাজরিগার। শুধু শখ করে নয়, এখন বাণিজ্যিক ভাবেও এটি খুবই জনপ্রিয়। অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে বনাঞ্চলের পাখি বাজরিগার। বনে বাস করে এমন বাজরিগার লম্বায় প্রায় ৬.৫ থেকে ৭ ইঞ্চি এবং ওজন ২৫ থেকে ৩৫ গ্রাম পর্যন্ত হয়। তবে খাঁচায় পালা পাখি আকারে ও ওজনে একটু বড় হয়। খাঁচায় পালনকারা পাখি লম্বায় ৭ থেকে ৮ ইঞ্চি হয়ে থাকে। আর ওজন ৩৫ থেকে ৪০ গ্রাম পর্যন্ত হয়। বাজরিগার প্রাকৃতিকভাবে সবুজ ও হলুদের সঙ্গে কালো রংয়ের হয়। এছাড়াও থাকে নীল, সাদা, হলুদ রংয়ের ছোপ। সারা গায়ে পেটের নিচে আকাশি, হলুদ বা অন্য রংয়েরও হয়ে থাকে।

4. Sun Conure
কনিউর এর আদি বসবাস দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল৷ বিশেষ করে মেক্সিকো থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ হয়ে দক্ষিণ চিলি পর্যন্ত। ১৮০০ শতাব্দীর শেষ দিকে আমেরিকা এবং ইউরোপে প্রচুর পরিমাণে ইম্পোর্ট শুরু হয় এবং আনুমানিক ১৯৩০ সালে সর্বপ্রথম খাঁচায় প্রজনন করানো সম্ভব হয়। দৈহিক গঠন টিয়া পাখির মতই। লেজটা প্রায় শরীরের সমান বড়। ঠোট টা একটু ছোট ও বাকানো, কিন্ত বেশ শক্ত। মোটামুটি সব প্রজাতিতেই চোখের চারপাশে আইরিস রিং দৃশ্যমান। আকারের দিক থেকে সবচেয়ে ছোট হল পেইন্টেড কনিউর৷ যা মাত্র ৮ থেকে ৯ ইঞ্চি লম্বা হয়৷ আর ওজন ৮০ থেকে ১০০ গ্রাম। ছোট জাতের কনিউর গুলো খাঁচায় পর্যাপ্ত যত্ন নিয়ে ১৫ থেকে ২০ বছর এবং বড় জাতের গুলো ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত বাঁচানো সম্ভব। সবথেকে জনপ্রিয় কনিউর হচ্ছে সান কনিউর৷ যাদের দাম ৫০ হাজার থেকে লাখ টাকাও হতে পারে৷

5. Domestic canary
ক্যানারি একটি ছোট পাখি৷ আকারে প্রায় 15 সেন্টিমিটার হয়৷ "গানের পাখি" নামে খ্যাত এই ছোট্ট পাখিটি৷ "ক্যানারি" নামটি এসেছে পূর্ব আটলান্টিকে অবস্থিত স্পেন এর উপকূলের একটি আইল্যান্ড বা দ্বীপ থেকে। আটলান্টিক মহাসাগরের নাবিকগণ এই পাখির ডাক শুনে মুগ্ধ হয়ে যান এবং সেগুলো ধরে বিক্রি করা শুরু করেন। বেশ লম্বা একটি লেজসহ প্রজাতিভেদে এরা দৈর্ঘ্যে ৪.৮ থেকে ৫.৪ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। গঠন অনেকটা আমাদের দেশি পাখি চড়ুই এর মত। ওজন প্রজাতিভেদে ১২ থেকে ২৮ গ্রাম পর্যন্ত হতে পারে। ঠোট টা একটু চিকন ও লম্বাটে। খাঁচায় এরা ৮ থেকে ১৫ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

Related Topic: খাঁচায় পাখি পালন | কোন ৫ জাতের পাখি খাঁচা পালন করলে সফলতা বেশি | bird cage setup | Birds of village কোন পাখি পালন করা সবচেয়ে সহজ এবং ঝামেলা কম তা জানুন ll Cage Birds ll Budgerigar, Finch, Lovebird ll কোন পাখি পালনে বেশি লাভ ৷ অল্প খরচে দ্বিগুণ লাভ ৷ পাখির খামার ৷ পাখি পালন ৷

Комментарии

Информация по комментариям в разработке