খড়দহে শ্যামসুন্দর দর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমনের ১৫০ তম বর্ষ স্মরণ || ২৯শে জুলাই ২০২৪

Описание к видео খড়দহে শ্যামসুন্দর দর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমনের ১৫০ তম বর্ষ স্মরণ || ২৯শে জুলাই ২০২৪

খড়দহে শ্যামসুন্দর দর্শনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আগমনের ১৫০ তম বর্ষ স্মরণ

১৮৭৪ সালের ২৯শে জুলাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে নৌকা করে নিত্যানন্দ প্রভুর বংশধর শ্রীযাদবকিশোর গোস্বামীর আহ্বানে ও
ব্যবস্থাপনায় খড়দহের রাসখোলা ঘাটে নৌকা থেকে অবতরণ করেন ও হাঁটা পথে শ্যামসুন্দর মন্দিরে আসেন। শ্যামসুন্দর দর্শন ও ভোগ গ্রহন
করে ঠাকুর আপ্লুত হন।
এই ঘটনাটি খড়দহের এক অবিস্মরণীয় ঐতিহ্য। সময়ের হিসাবে ১৫০তম বর্ষ উদযাপন বিশেষ তাৎপর্য বহন করে এবং এইজন্য একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Комментарии

Информация по комментариям в разработке