OSD/ওএসডি কি?? কোনও কর্মকর্তাকে 'ওএসডি' করা বলতে কী বোঝায়?

Описание к видео OSD/ওএসডি কি?? কোনও কর্মকর্তাকে 'ওএসডি' করা বলতে কী বোঝায়?

ও এস ডি মানে হলো - "অফিসার ইন স্পেশাল ডিউটি / ওন স্পেশাল ডিউটি"
যখন কোনো অফিসার কে "ও এস ডি" করা হয় তার মানেই হচ্ছে , সেই অফিসার এর বিরুদ্ধে কোনো অভিযোগ এসেছে এবং তার কারণ বশত তাকে স্পেশাল দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে। এই স্পেশাল দায়িত্ব কখনোই কোনো ভালো কাজের জন্য দেয়া হয় না। বরং এটাকে একরকম শাস্তি বলা চলে।
সাধারণত অফিস গুলাতে এর প্রচলন আছে - কোনো কর্মকর্তা অথবা কর্মচারী , অফিস এর নিয়ম নীতি লঙ্ঘন করলে অথবা কোনো দুর্নীতির আশ্রয় নিলে এই স্পেশাল দায়িত্ব পেয়ে থাকে।
এই দায়িত্বের আওতাধীন কাজ গুলা হয় ভীষন কষ্টসাধ্য এবং বিরক্তিকর। আর এই জন্যই শাস্তি দেবার জন্যই এই দায়িত্ব দেয়া হয়।
একটা নির্দিষ্ট সময় পরে ওই দায়িত্ব থেকে তাকে মুক্তি দিয়ে আগের স্থানে ফিরত নিয়ে আশা হয় অথবা তাদের অপসারণ করা হয় মানে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়।

Please like share and subscribe my Channel TOS IT Corner @    / @tositcorner4816  
You may find me on Facebook:   / it-corner-227405110960000  
Thank you so much to watch TOS IT Corner.

Комментарии

Информация по комментариям в разработке