চঞ্চলা হাওয়া রে | Chanchala Hawa re | Runa Laila | Covered by Susmita Debnath Suchi |

Описание к видео চঞ্চলা হাওয়া রে | Chanchala Hawa re | Runa Laila | Covered by Susmita Debnath Suchi |

কথা: গাজী মাজহারুল আনোয়ার
সুর: আনোয়ার পারভেজ
মূল শিল্পী: রুনা লায়লা
চলচ্চিত্র: The Rain

চঞ্চলা হাওয়া রে ধীরে ধীরে চল রে
গুণ গুণ গুঞ্জনে ঘুম দিয়ে যা রে
পরদেশী মেঘ রে আর কোথা যাস নে
বন্ধু ঘুমিয়ে আছে দে ছায়া তারে
বন্ধু ঘুমায় রে,আয় রে মেঘ আয়রে।।

ওগো ফুল তুমি আজ ঝরে যাও না
এই মধুক্ষণে বাসর সাজাও না
ও আঁচল তুমি দূরে সরে যেও না
মুখ ঢেকে রাখো, লাজ কেড়ে নিও না
পরশমণি রে আজ মন কাছে পেয়েছে।।

ওগো মেঘ তুমি এত জোরে এসো না
ঝড় হয়ে শেষে ঘুম ভেঙে দিও না
ঘুম ভেঙে গেলে সে তো কাছে রবে না
না বলা কথা আর বলা হবে না
কি যেন কি দিতে পারে আরো বাকি রয়েছে।।

Комментарии

Информация по комментариям в разработке