Rhinitis বা নাক দিয়ে পানি পড়া? দূর হবে সহজেই I চর্ম,যৌন,এলার্জি ডাঃমোঃমিজানুর রহমান

Описание к видео Rhinitis বা নাক দিয়ে পানি পড়া? দূর হবে সহজেই I চর্ম,যৌন,এলার্জি ডাঃমোঃমিজানুর রহমান

রাইনাইটিস বা নাক দিয়ে পানি পড়া । দূর হবে সহজেই । চর্ম,যৌন,এলার্জি ডাঃ মোঃ মিজানুর রহমান মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চাটমোহর, পাবনা। চেম্বারঃ মোহনা মেডিকেয়ার পয়েন্ট, চৌধুরীপাড়া, চাটমোহর, পাবনা। নাকের মিউকোসার ইনফ্লামেশনকে রাইনাইটিস (Rhinitis) বলা হয়। সাধারণভাবে একে সদ্দিও বলা যায়। রাইনাইটিস দুই ধরনের- একিউট ও ক্রনিক হয়ে থাকে। একিউট রাইনাইটিস এর লক্ষণ হলো-নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া, নাক বন্ধ থাকা, নাকের ভেতর স্ফিতি হওয়া ইত্যাদি। কারো কারো ক্ষেত্রে সাইনুসাইটিস এর লক্ষণ দেখা যেতে পারে। ক্রনিক রাইনাইটিস হলে রোগীর ঘণ ঘণ আক্রমন ঘটে। একিউট রাইনাইটিস এর প্রাথমিক চিকিৎসা সাধারন ব্যবস্থাপনা: এলার্জি সৃষ্টি হয় এমন কিছু এড়িয়ে চলতে হবে। মাথা ভিজা রাখা যাবে না । নাকে মাস্ক ব্যবহার করা যেতে পারে। হাঁচির সময় রুমাল ব্যবহার করতে হবে।

Комментарии

Информация по комментариям в разработке