"খোলা আবেদনপত্র"
মহামান্য রাষ্ট্রপতি,
মাননীয় প্রধানমন্ত্রী,
"সড়ক ও যোগাযোগ মন্ত্রী,
"পানি সম্পদ প্রতিমন্ত্রী,
"স্থানীয় সংসদ সদস্য,
ডেপুটি কমিশনার,
উপজেলা নির্বাহী এবং
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,
বিষয়ঃ #রাস্তা_ও_বাঁধ_নির্মানের_জন্য_আবেদন।
যথাবিহিত সম্মানপূর্বক জানাচ্ছি যে,আমরা খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের সহস্রাধিক মানুষ বলছি।আমাদের আহাজারি আপনাদের কর্ণকুহরে পৌঁছবে আশা করছি। আমরা নদীভাঙা, ছিন্নমূল, বাস্তুচ্যূত, অসহায়, ঠিকানাহীন মানুষ বলছি। হ্যা,আমরা প্রতিনিয়ত নদী ভাঙনের ভয়ে আশংকায় বেঁচে থাকা অসহায় মানুষ বলছি।আমরা আমাদের অধিকারের কথাই বলতে চাচ্ছি।নিরাপদ বাসস্থানের অধিকার সাংবিধানিক অধিকার। শিবসা -কপোতাক্ষ এই দুই বড় নদীর মোহনায় আমাদের ইউনিয়নের ৫নং ওয়ার্ডের(#নোয়াই-#দারুনমল্লিক) গ্রাম দুটি প্রতি বছরই ডুবে যাওয়ার আশঙ্কায় থাকে।তাছাড়া #কালিনগর এবং ইউনিয়ন পরিষদের পাশের ভাঙন প্রতিরোধ ব্যবস্থা ও তেমন মজবুত নয়। যুগ যুগ ধরে অল্প অল্প করে ভাঙতে ভাঙতে এ অঞ্চলের অনেক অংশই দেশের মানচিত্র থেকে মুছে যাচ্ছে। নদীর অস্বাভাবিক আচরণে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে মানুষের সহায়-সম্বল, তিলে তিলে গড়া মানুষের স্বপ্নের সম্পত্তি। দেখে বোঝার উপায় নেই যে, নদীভাঙা মানুষগুলো কতো কষ্টে, কতো বেদনাময় সময় পার করছে। তবে হ্যাঁ, যাদের দৃষ্টি গভীর, তারাই কেবল মানুষগুলোর কষ্ট গভীরভাবে বুঝতে পারছে।
যে মানুষটির ধন-সম্পদ ছিল, না ছিল কোন অভাব, ছিল বিশাল অট্টালিকা। সে মানুষটি আজ পথের ভিখারি! মানুষ কোন সমস্যায় পড়ে যদি সম্পদ হারায়, তখন মানুষ নিজেকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারে। কিন্তু কোন দোষ ছাড়া, অপরাধ ছাড়া নিজের কষ্টে গড়া সম্বল নিমিষেই নদীর গহীন তলদেশে বিলীন হতে দেখে নিশ্চয়ই নিজকে নিয়ন্ত্রণ করা খুব কষ্টের। যে বেদনা ওই মানুষটি ছাড়া দ্বিতীয় কেউ হয়তো বুঝতে পারবে না। নদীভাঙন কবলিত ৭ কিলোমিটার তটরেখার কূলে কূলে আমরা হেঁটেছি। অসংখ্য ছবি ক্যামেরাবন্দি করে ভার্চুয়াল জগতে ছড়িয়ে দিয়েছি আমরা।
তথ্য সংগ্রহ করতে গিয়ে মিশেছি ভাঙনে নিঃস্ব মানুষের জীবনের সাথে। তাদের কষ্ট, দুঃখগুলো যেন আমাদের জীবনে গেঁথে আছে। এসব মানুষের পক্ষে দু’মুঠো ভাত ঠিকমতো পেটে পৌঁছানো কষ্টসাধ্য হচ্ছে। কখনো কখনো দেখেছি, বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে, তখনো কারো কারো চুলায় এখনো আগুন জ্বলেনি। আবার কখনো দেখেছি, নদীর পাড়ে বসে বসে কেউ ভাঙনে হারানো জমি-জমার সীমানা টানার চেষ্টা করছেন। গালে হাত রেখে চিন্তামগ্ন হয়ে বসে বসে এসব মানুষ কষ্টগুলোকে বুকে নিয়ে ঘুরপাক খাচ্ছেন। খবরের সংগ্রাহক আসলে মানুষ ব্যস্ত হয়ে যান তাদের হারানো সম্পদের বিবরণ দিতে। উদ্দেশ্য, ভাঙন থেকে রক্ষায় সরকারের কাছে কষ্টগুলো পৌঁছানো। এসব মানুষ আশায় বুক বাঁধেন শেষ সময়েও হয়তো বাঁধ নির্মাণ হবে, তাদের সম্পদটুকু নদীর হানা থেকে রক্ষা পাবে। কিন্তু আশায় আশায় বুক বাঁধা মানুষের কাছে এখন চরম হতাশার অভিব্যক্তি শোনা যায়।
মাননীয় সাংসদ , আমি জানি আপনি নদীভাঙা মানুষের কষ্ট বোঝেন। এর আগে কয়রায়- আপনি বাঁধ নির্মাণ এবং এসব নদী-ভাঙা মানুষের কষ্টের সঙ্গি হিসেবে পাশে থাকার চেষ্টা করেছেন। সে অঞ্চলের মানুষের মনে আপনি চিরদিনের জন্য স্থান করে নিয়েছেন। মানুষের মুখে আজও আপনার অবদানের কথা শুনতে পাই। তাই আমরাও আশা ছাড়িনি। আপনার দ্বারা কিছু হবে, সেটা নির্দ্বিধায় বলতে পারি। কিন্তু দিন দিন আমরাও চরম চিন্তার কোলে ঢলে পড়ছি।
এমপি সাহেব, দেখুন বাঁধ ছাড়িয়ে তীরে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। বর্ষার কারণে এ ভাঙন আরও তীব্র হয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এসব সমস্যার কথা বলতে গেলে মানুষকে দোষারোপ করা হয়। সব বাঁধা পেরিয়ে সবাই এখন সোচ্চার। দাবি তুলছেন ভিটে-মাটি রক্ষার।
অচিরেই এ অঞ্চলে বাঁধ নির্মাণ এবং ডাবল ইটের সোলিং নির্মানের দাবি জানাচ্ছি।
বিনীত -
৫নং ওয়ার্ডবাসী,
দেলুটি ইউনিয়ন,পাইকগাছা, খুলনা।।
বেশি ছড়িয়ে পড়ুক এই চিঠিটি,আপনাদের সহযোগিতায়।
#সংগৃহীত--Mombati Noai
আমরা এই অভিশাপ থেকে মুক্তি চাই,টেকসই বেড়িবাঁধের মাধ্যমে।
#mombati
#noai
#tv
#alor_pothe
#noai
#somoynews
#somoytv
#Deluti
#somoytvnews
@somoynews360 Thanks a lot ❤️
Информация по комментариям в разработке