জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২৪ অথবা জিপিএফ লোন এর নিয়ম ?

Описание к видео জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২৪ অথবা জিপিএফ লোন এর নিয়ম ?

#জিপিএফঅগ্রিমউত্তোলনেরনিয়ম২০২৪ #জিপিএফলোনএরনিয়ম ? #জিপিএফস্লিপসংগ্রহকরারউপায় ?

জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম ২০২৪ অথবা জিপিএফ লোন এর নিয়ম ?

#জিপিএফ ফান্ড এ সরকারি কর্মকর্তা/কর্মচারিগণ তাদের বেতন বিল হতে টাকা কর্তন করে জমা রাখেন। তাদের জমানো টাকা হতে বিভিন্ন প্রয়োজনে জিপিএফ একাউন্ট হতে জিপিএফ লোন গ্রহন করে থাকে। জিপিএফ অগ্রিম উত্তোলনের নিয়ম বা জিপিএফ থেকে লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা চেষ্টা করা হয়েছে।

#জিপিএফ ফান্ড হতে লোন নেওয়ার জন্য প্রথমে আপনাকে জানতে হবে কত টাকা আপনার জিপিএফ একাউন্টে জমা রয়েছে। এ জন্য প্রথমে আপনাকে জিপিএফ স্লিপ সংগ্রহ করতে হবে।

#কর্মচারিদের জিপিএফ স্লিপ সংগ্রহ করার উপায় ?

#স্টাফ হলে ডিডিও এর  আইবাস++ এর আইডি হতে জিপিএফ স্লিপ  সংগ্রহ করা যাবে। এছাড়াও পেনশন এন্ড ম্যানেজমেন্ট এর ওয়েব সাইট হতে সংগ্রহ করা যাবে।

#অফিসারদের জিপিএফ স্লিপ সংগ্রহ করার উপায় ?

#জিপিএফ স্লিফ অফিসার হলে তার আইবাস++ আইডি হতে জিপিএফ রিপোর্ট অপশন থেকে জিপিএফ স্লিপ সংগ্রহ করা যাবে।

#জিপিএফ থেকে কত ধরনের লোন নেওয়া যায় ?

#সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম হতে দুই ধরনের অগ্রিম গ্রহণ করা যায়।

#ফেরতযোগ্য অগ্রিম

#অফেরতযোগ্য অগ্রিম

#জিপিএফ ফেরতযোগ্য লোন উত্তোলন করার নিয়ম ?

#ফেরতযোগ্য জিপিএফ অগ্রিমঃ এটি ৫% মুনাফাসহ অবশ্যই পরিশোধ করতে হবে।

#জিপিএফ ফেরতযোগ্য লোন ২৪,৩৬ ও ৪৮ কিস্তিতে পরিশোধ করা যায় ।

#জিপিএফ অফেরতযোগ্য লোন উত্তোলন করার নিয়ম ?

#জিপিএফ থেকে লোন নেওয়ার নিয়ম ২০২৪ ?

#জিপিএফ অফেরতযোগ্য লোন উত্তোলন করার নিয়ম ?

#অফেরতযোগ্য জিপিএফ অগ্রিমঃ যে সব কর্মকর্তা/কর্মচারির বয়স ৫২ বছর পূর্ন হয়েছে, অফেরতযোগ্য জিপিএফ অগ্রিম গ্রহণ করতে পারবে।

#বয়স প্রমাণের জন্য এসএসসি পাশের সনদের কপি সংযুক্ত করতে হবে।

#সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) হইতে অগ্রিম গ্রহণের জন্য আবেদনের ফরম নং ২৬৩৯ এর মাধ্যমে  জন্য স্ব-অফিসে আবেদন করতে হবে।

#কর্তৃপক্ষ আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরী ইস্যু করে জিপিএফ অগ্রিমের বিল হিসাবরক্ষণ অফিসে প্রেরণ করবে।


সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) অগ্রিম উত্তোলনের জন্য নিম্ন বর্ণিত বিষয় সমূহের প্রতি লক্ষ্য রাখতে হবেঃ

#অগ্রীম মঞ্জুরী ও পরিশোধের ক্ষেত্রে (জিপিএফ রুলস ১৯৭৯) লক্ষণীয় বিষয়সমূহ :

#অগ্রীম যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর করা হয়েছে কিনা।

#মঞ্জুরীকৃত টাকা চাঁদা দাতার স্থিতির আওতাভুক্ত কিনা।

 #মজুরীতে সু-স্পষ্টভাবে বিধি উল্লেখ করা হয়েছে কিনা। উল্লেখিত বিধি মোতাবেক স্থিতির বিপরীতে মঞ্জুরী সঠিক কিনা।

 #পূর্বে গৃহিত অগ্রিম /অগ্রিম সমূহের কিস্তি ও সুদ নিয়মিত কর্তন করা হয়েছে কিনা।

 কোন কর্মকর্তা/কর্মচারী অন্য অফিসে বদলী হলে শেষ বেতন প্রত্যয়ন পত্রে স্থিতি, অগ্রিমের কিস্তি, সুদ সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা যাচাই করা। [জিপিএফ রুলস ১৯৭৯ এর বিধি ১৩ (৮)]

বিস্তারিত জেনে নিনঃ https://shafinit.com.bd/%e0%a6%9c%e0%...
আমাদের ওয়েবসাইটঃ https://shafinit.com.bd

আমাদের ফেজবুক পেজঃ   / shafinit22  

আমাদের twitter পেজ :   / shafinit20  


আমাদের pinterest পেজ:   / shafinit2019  
অথবা
  / islam9849  

Комментарии

Информация по комментариям в разработке