'মানুষকে প্রাণ দেবে বলে' _ডাক্তার মেয়েটির জন্য গান

Описание к видео 'মানুষকে প্রাণ দেবে বলে' _ডাক্তার মেয়েটির জন্য গান

মানুষকে প্রাণ দেবে বলে তুমি হলে ডাক্তার
কিন্তু তোমার প্রাণের কানাকড়ি দাম নেই
কোথাও পাবে না নিরাপদ কোনো বিশ্রামাগার
মৃত্যু ছোবল মারবে ক্লান্ত ঘুমের মাঝেই

ডাক্তার খুন, ধর্ষিত নিজ হাসপাতালে
প্রশাসন আহা সহানু-নু-নুভূতিশীল
শাসক বাঁচায় ঘুঘুর বাসাটি প্রিন্সিপালের
খুনের ঘরটি ভেঙে ফেলো, করো প্রমাণ বাতিল
ডাক্তার খুন, ধর্ষিত নিজ হাসপাতালে
প্রশাসন আহা সহানু-নু-নুভূতিশীল
শাসক বোধহয় মাসতুতো ভাই প্রিন্সিপালের
কে কাকে বাঁচাবে সেই ধান্দায় হচ্ছে সামিল
মন্ত্রীরাণীর দুঃখপ্রকাশ যেমন কুমির
শাক দিয়ে তার পুলিশ কত না মাছ ঢেকে যায়
তড়িঘড়ি করে পুড়িয়ে দিল সে মেয়ের শরীর
আগুনটি যেন নাহি লাগে কোনো ঘুঘুর বাসায়!

হাসপাতালেতে কত কিছু নেই কার কী তাতে!
প্রশ্ন করে না রাষ্ট্রকে জনকণ্ঠের স্বর
ডাক্তার দায়ী মারো তাকে মারো সবক শেখাতে
ডাক্তার পাড়ি দেয় তোমাদের মারের সাগর!

কে বাঁচাবে তাকে? সে নয় শাসক-পার্টির লোক
হাসপাতালের ঘুঘুর বাসায় ওঠে কত টাকা
কোটি টাকা ক্লাবে কিংবা পুলিশে ঢেলে দেওয়া হোক
তারাই বইছে শাসকদলের ভোট-পতাকা
মেয়ের কান্না গুমরে মরছে এই শহরে
রাজপথে পথে মেয়ের রক্ত ওই তো গড়ায়
বইতে পারি না, তুমিও পারো কি? বুকের ভিতরে
কী যেন ভাঙছে, রক্ত আগুনে মিলেমিশে যায়!

কথা, সুর ও কণ্ঠ : পল্লব কীর্ত্তনীয়া

Комментарии

Информация по комментариям в разработке