কি কি জমিতে সার প্রয়োগ করলে ঘাস দ্রুত বেড়ে উঠবে | grass plant | grass | growing grass | ঘাস চাষ

Описание к видео কি কি জমিতে সার প্রয়োগ করলে ঘাস দ্রুত বেড়ে উঠবে | grass plant | grass | growing grass | ঘাস চাষ

কি কি জমিতে সার প্রয়োগ করলে ঘাস দ্রুত বেড়ে উঠবে | grass

how to plant grass seed,planting grass seed,growing grass plant | grass | growing grass | ঘাস চাষ

চাষ পদ্ধতি : এ ঘাস চাষের জন্য জমিতে ৪-৫টি চাষ দিতে হয় এবং মই দিয়ে আগাছামুক্ত করার পর রোপণ করতে হয়। দুই চোখ বিশিষ্ট কাণ্ডাংশ অথবা মূলসহ কাণ্ড চারার জন্য ব্যবহৃত হয়। সারা বর্ষা মৌসুমেই এ ঘাস লাগানো যায়। তবে বর্ষার শুরুতেই রোপণের উৎকৃষ্ট সময়।

নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি ও পুষ্টিগুণ যানা না থাকলেও এই ঘাসের চাষ ও ব্যবহার আমাদের দেশে অনেক বেশি জনপ্রীয়। নেপিয়ার ঘাস একটি বহুবর্ষী ঘাস যা একবার আবাদ করলে ৪-৫ বছর একটানা ঘাস পাওয়া যায়। এই ঘাসের ফলন বেশি ও পুষ্টিগুণ ভালো থাকায় খামার পর্যায়ে ব্যপক জনপ্রীয়তা পেয়েছে। বছরের যে কোন সময় চাষ করা যায়। পানি জমে থাকেনা এমন জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষ করা হয়। নেপিয়ার ঘাস চাষ পদ্ধতি অনুসরণ করে সঠিক নিয়মে চাষ করলে অধীক ফলন পাওয়া যায়।

নেপিয়ার জাতের ঘাসের পরিচিতি

নেপিয়ার ঘাস (Napier Grass) একটি বহুবর্ষজীবী গ্রীষ্মমন্ডলীয় চরাঞ্চল ঘাসের মধ্যে একটি, যা Poaceae পরিবারের অন্তর্ভুক্ত। এই ঘাসের ইংরেজি নাম- Cenchrus purpureus এবং একে উগান্ডা ঘাস বা হাতি ঘাসও বলা হয়। এটি আফ্রিকায় আদি জাতের ঘাস কিন্তু এখন অনেক গ্রীষ্মমন্ডলীয় দেশে জন্মায়। এটি একটি C4 উদ্ভিদ এবং প্রান্তিক জমিতে ভাল জন্মাতে পারে। ঘাস লম্বা হয় এবং বাঁশের মতো বড় আকারের ঝাঁকরা তৈরি করে।

নেপিয়ার ঘাসের পুষ্টিগুণ ও ব্যবহার

শুষ্ক পদার্থ বা ড্রাই মেটার২৫০ গ্রাম/কেজিপ্রোটিন৮-১২ %ফাইবার২৬-২৮ %টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট (TDN)৫৫-৫৮ %বিপাকীয় শক্তি২ মেগাজুল/কেজিঘাসের উচ্চতা৩.৫ মিটার

সাধারণত এটি সরাসরি গবাদিপশুকে খাওয়ানো হয় বা সাইলেজ বা খড় দিয়ে মিশিয়ে খাওয়ানো হয়। এক বছরে 6-8 বার ঘাস কাটা যায়।

নেপিয়ার ঘাসের কাটিং ও বীজ

এই ঘাসের আবাদের জন্য কাটিং সংগ্রহ করে লাগাতে হয়। যে সকল খামারি এটি চাষ করে তাদের থেকে সংগ্রহ করতে হয়। এর কাটিং ১-২ টাকা পিচ দামে কিনতেও পাওয়া যায়।

নেপিয়ার ঘাসের বীজ থেকেও এটি চাষ করা যায়। ঘাসের কাটিং থেকে ঘাস উৎপাদন করার পর এর থেকে বীজও উৎপন্ন করা যায় এবং এই বীজ থেকে পরবর্তিতে চাষ করা যেতে পারে। এর বীজ বাজারে কিনতেও পারা যায়।

Комментарии

Информация по комментариям в разработке