১৫০০_টাকায়_সোনাদিয়া_দ্বীপে_ক্যাম্পিং Camping_sonadia_island_sonadia_campfire_resort

Описание к видео ১৫০০_টাকায়_সোনাদিয়া_দ্বীপে_ক্যাম্পিং Camping_sonadia_island_sonadia_campfire_resort

Welcome💗💗 to Traveler khan Youtube Channel. It's me Babu khan & I am a Bangladeshi Bike Rider+ Traveler & Small blogger. I Make  Bike Raiding & Travelling Videos,blogs. So Guys if You Like My  Videos  Please  Subscribe My  Channel  & Press The Bell Icon For The Latest Update. 


❤️❤️ Thank You💗💗



My Facebook  page :  / travelerkhanofficial  


সোনাদিয়া  ক্যাম্পিং এর জন্য যোগাযোগ 
মো:রাকিব ভাই (পূব পাড়া) 
মোবাইল :01675135046 




#সোনাদিয়া_দ্বীপে_ক্যাম্পিং_খরচ
#সোনাদিয়া_দ্বীপে_ভ্রমণ  
#সোনাদিয়া_দ্বীপ_কোথায়_অবস্তিত
#সোনাদিয়া_ইকো_টুরিজম_র্পাক 
#ক্যাম্পিং
#sonadia_camping
#সোনাদিয়া_ক্যাম্পিং
#সোনাদিয়া_দ্বীপ 
#Sonadia_Island
#Island 
#sonadia_camping_cost 
#sonadia_campingfire 
#Chittagong_to_sonadia_camping_side
#Dhaka_to_sonadia_camping_island
#camping_sonadia_camping
#sonadia_boat_rent
#সোনাদিয়া_দ্বীপে_তাবু_ভাড়া 
#Tent_rent_sonadia_camping 
#sonadia_campfire_resort




সোনাদিয়া দ্বীপ

কক্সবাজারের মহেশখালি উপজেলার ৯ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট সোনাদিয়া দ্বীপ (Sonadia Island) ক্যাম্পিং করার জন্য আদর্শ জায়গা। একটি খাল সোনাদিয়া দ্বীপকে মহেশখালি থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এ দ্বীপের ৩ দিক থেকে আছে সমুদ্র সৈকত, আছে জীব বৈচিত্রের পরিপূর্ণ জলাবন, ছোট বড় খালের সমন্বয়ে প্যারাবন, সাগর লতায় ঢাকা বালিয়াড়ি এবং বিচিত্র প্রজাতির জলচর পাখি। ছোট এ দ্বীপে মাত্র ১০০ থেকে ১২৫ বছর আগে মানব বসতি গড়ে উঠেছে। জীববৈচিত্রের অপূর্ব সমন্বয় দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক সোনাদিয়া দ্বীপে ভীড় জমায়।



সোনাদিয়া দ্বীপ কিভাবে যাবেন

সোনাদিয়া দ্বীপে কীভাবে যাবেন?

দেশের যে কোনো স্থান থেকে প্রথমে যেতে হবে কক্সবাজার। তারপর কক্সবাজার কস্তুরী ঘাট থেকে স্পিডবোট বা ইঞ্জিনচালিত নৌকায় করে যেতে হবে মহেশখালী। এক্ষেত্রে প্রথমে আপনাকে কলাতলী বা লাবণী পয়েন্ট থেকে কক্সবাজারের ৬ নং ঘাট এ আসতে হবে।

তারপর সেখান থেকে মহেশখালী যাওয়ার জন্যে স্পীড বোট পাবেন। ভাড়া পড়বে প্রতিজন ৭৫ টাকা। মহেশখালী ঘাটে পৌঁছতে সময় লাগবে ১২-১৫ মিনিট। স্পীড বোটে চড়তে ভয় লাগলে কাঠের নৌকাতেও চড়তে পারেন। ভাড়া পড়বে ৩০ টাকা। সময় লাগবে ৪৫-৫০ মিনিট।

মহেশখালী ঘাটে নেমে রিকশা নিয়ে চলে যেতে হবে গোরকঘাটা বাজারে। ভাড়া লাগবে ২০ টাকা। এরপর আপনাকে যেতে হবে ঘটিভাঙ্গায়, মহেশখালীর গোরকঘাটা থেকে ঘটিভাঙার দূরত্ব ২৪ কিলোমিটার। ৩-৪ জন হলে একটা সিএনজি নিয়ে যেতে পারেন ঘটিভাঙ্গা, ভাড়া ১৫০-১৭০ টাকা।

সেখান থেকে আবার ইঞ্জিনচালিত নৌকায় করে সোনাদ্বিয়া দ্বীপে যেতে হয়। ঘটিভাঙা নেমে খেয়া নৌকায় সোনাদিয়া চ্যানেল পার হলেই সোনাদিয়া দ্বীপ।

বোট থেকে নেমে কাছেই বন বিভাগের একটা বিল্ডিং আছে। সেখানে বিশ্রাম নিতে পারেন। এরপর স্থানীয়দের কাছ থেকে জিজ্ঞেস করে চলে যেতে পারেন সৈকতে। ১০-১৫ মিনিট হাঁটলেই দেখা পাবেন সমুদ্র সৈকতের।

আপনি চাইলে কক্সবাজার থেকেও সরাসরি স্পিডবোট রিজার্ভ করে সোনাদিয়া দ্বীপে যেতে পারবেন। যদি ঝামেলা ছাড়া দ্রুত সোনাদিয়া যেতে চান তাহলে একটু খরচ বেশি হলেও এ উপায়ে যাওয়া উত্তম।

মনে রাখবেন, কক্সবাজার থেকে একদিনে সোনাদিয়া ঘুরে আসা সম্ভব না। এজন্য হাতে দুদিন সময় রাখুন। তাহলে সোনাদিয়ার পাশাপাশি মহেশখালীর আদিনাথ মন্দির, রাখাইন পাড়া, বৌদ্ধমন্দির, চরপাড়া, লবণের মাঠ, পানের বরজও দেখে আসতে পারবেন।





সোনাদিয়া দ্বীপে কোথায় থাকবেন ও খাবেন।


এই দ্বীপে পর্যটকদের থাকার জন্য কোনো আবাসিক হোটেল নেই। খাওয়ারও নির্দিষ্ট ব্যবস্থা fনেই। তবে স্থানীয়দেরকে টাকা দিলে তারা খাওয়ার ব্যবস্থা করেন।

আর রাত্রিযাপন করতে হলে ক্যাম্পিং করে থাকতে হবে 

আমরা ছিলাম ক্যাম্প ফায়ার সোনাদিয়া নামক একটা সাইডে। 


Thank you ❤️❤️❤️❤️

Комментарии

Информация по комментариям в разработке