শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা
মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
গত ২০ ফেব্রুয়ারির এ সংক্রান্ত একটি অফিস আদেশ রবিবার (২ মার্চ) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এই অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
আদেশে আরও বলা হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনও অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।
এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে অফিস আদেশে।
ছাত্র জনতার অভ্যুত্থানে ১৩৫ শিক্ষার্থী প্রাণ ক্ষয়,রক্তাত সেনা অভ্যুত্থান,বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ২০২৪,বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫,জুলাই গণঅভ্যুত্থান,সাধারণ জ্ঞান প্রস্তুতি,সাম্প্রতিক সাধারণ জ্ঞান,সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০২৪,প্রধানমন্ত্রী,সাম্প্রতিক প্রশ্ন,ঢাকা জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয়,সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর,জিয়া হত্যা,বাংলাদেশ রক্তের ঋণ,মুক্তিযুদ্ধের গল্প,আজকের প্রথম আলো পত্রিকা,নির্বাচনের দাবিতে কর্মসূচি শুরু করেছে বিএনপি
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা,স্কুলে ভর্তিতে কারা পাবে কোটা সুবিধা,কোটা পদ্ধতিতে ভর্তি হওয়া যাবে স্কুলে,স্কুলে ভর্তি হওয়া যাবে কোটা পদ্ধতিতে,স্কুলে ভর্তি কোটা,সরকারি স্কুলে ভর্তিতে কোটা থাকছে,মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫% মুক্তিযোদ্ধা কোটা,ভর্তির কোটা,জমজদের জন্য স্কুল ভর্তি কোটা,কী কারণে কোটা রেখেই প্রকাশ পেলো মেডিকেল ভর্তি পরীক্ষার ফল,৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি নির্দেশিকা,স্কুলে ভর্তি আবেদন ২০২৫,ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সঠিক নিয়ম
Информация по комментариям в разработке