নবীরা কি নিষ্পাপ ছিলেন? পর্ব ১ - হযরত আদম, হযরত নূহ ও হযরত মুসা। Were the Prophets sinless? - Part 1

Описание к видео নবীরা কি নিষ্পাপ ছিলেন? পর্ব ১ - হযরত আদম, হযরত নূহ ও হযরত মুসা। Were the Prophets sinless? - Part 1

বিষয়: নবীরা কি নিষ্পাপ ছিলেন? – পর্ব ১

পর্ব ১: হযরত আদম, হযরত নূহ এবং হযরত মুসা এর জীবন পর্যালোচনা।

আমরা জানি যে, আমরা মানুষ মাত্রই গুনাহগার। কিন্তু যখনই নবীদের কথা আসে তখন প্রায়শই লোকের বলে যে, নবীরা নিষ্পাপ। যদি তাদেরকে তাদের বিশ্বাসের কারণ জিজ্ঞাসা করা হয়, তারা বলেন – ইমাম ও হুজুরদের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। কিন্তু এই শিক্ষা কতটুকু সত্যি? এর শিক্ষার ভিত্তি কি কিতাব? কিতাব আমাদের কি শিক্ষা দেয়? নবীরা কি সত্যিই নিষ্পাপ ছিলেন, নাকি তারাও গুনাহ করেছিলেন এবং গুনাহের ক্ষমা পেয়েছিলেন?

আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের জীবন ও তাদের কথা পর্যালোচনা করব; এবং কিতাব কি শিক্ষা দেয় তা দেখব। এই স্বল্প দৈর্ঘ্য ভিডিওটি আমাদেরকে কিতাব কি শিক্ষা দেয়, সেই সমন্ধে তুলে ধরবে। সত্যিকারার্থেই কি হযরত আদম, হযরত নূহ এবং হযরত মুসা নিষ্পাপ ছিলেন, নাকি তারাও গুনাহ করেছিলেন, তা আজকের প্রথম পর্বে দেখব এবং জানব?
ভিডিওটি দেখার পর, যদি আপনার মনে প্রশ্ন বা সন্দেহ জাগে তবে আপনি নিজের কাজগুলো করতে পারেন। ১) নিজে কিতাব খুলুন এবং যে রেফারেন্সগুলো দেওয়া হয়েছে তা সহ প্রয়োজনীয় অনান্য রেফারেন্স পড়ুন। ২) আপনার ইমাম বা ধর্মগুরুকে ভিডিওটি এবং কিতাব খুলে দেখান এবং তাদের মতামত জানুন। ৩) কমেন্ট বা ম্যাসেঞ্জারের মধ্যে দিয়ে আমাদের কাছে আপনার মতামত ও প্রশ্ন লিখতে পারেন।

মনে রাখুন, প্রকৃত ঈমানদার সেই-ই, যে সত্য জানে এবং সত্য মানে। আসুন শুধু শোনা শিক্ষায় নয় কিন্তু নিজে যাচাই করি এবং কিতাবীয় শিক্ষা মানি। কারণ কিতাব বলে, “আর তোমরা সত্যকে জানতে পারবে, আর সেই সত্যই তোমাদেরকে স্বাধীন করবে।” – ইঞ্জিল শরীফ, ইউহোন্না ৮:৩২।

আপনি যদি সম্পূর্ণ ইঞ্জিল শরীফ সহ তাওরাত, জবুর ও আরো কিতাব বিনামূল্যে পেতে চান তবে এই লিংকে ক্লিক করে ফরমটি পূরণ করুন: https://prokashitosotto.com/request-i... অথবা সরাসরি ম্যাসেঞ্জারে আমাদের কাছে লিখতে পারেন।

আমাদের সাথে সংযুক্ত থাকতে এবং আসমানী কিতাব সমন্ধে আরো জানতে:
আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন: https://prokashitosotto.com
লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেইজ:   / prokashitosotto  
সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল:    / @prokashitosotto  

Комментарии

Информация по комментариям в разработке