Howrah Money : 'শৈলেশরা পাড়ায় মেলামেশা করতেন না, প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন'

Описание к видео Howrah Money : 'শৈলেশরা পাড়ায় মেলামেশা করতেন না, প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন'

#Howrah
#HowrahNews
#HowrahMoneyRecovery
হাওড়ায় ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা। গতকাল রাতে শিবপুর মন্দিরতলার কৈপুকুরে শৈলেশের ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, শৈলেশরা তিন ভাই পাড়ায় মেলামেশা করতেন না।প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। স্থানীয়দের দাবি, রাতের দিকে মন্দিরতলার ফ্ল্যাটে আসতেন ওই ব্যবসায়ী।শেষবার এসেছিলেন পুজোর আগে। এদিন টাকা উদ্ধারের ঘটনায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গতকাল কৈপুকুরের ওই আবাসনে শৈলেশের চারতলার ফ্ল্যাটে তালা ভেঙে ঢোকে পুলিশ। রাত ১টার পর সবুজ ও লাল রঙের দুটি ট্রলি ব্যাগে টাকা ভরে তারা এলাকা ছাড়ে।

Комментарии

Информация по комментариям в разработке