খুব সহজে বাগান করা শিখতে চাইছেন কি ? বকুলতলা রহমান দার ছাদ বাগান থেকে শিখব সহজ পদ্ধতি

Описание к видео খুব সহজে বাগান করা শিখতে চাইছেন কি ? বকুলতলা রহমান দার ছাদ বাগান থেকে শিখব সহজ পদ্ধতি

#wonderful_rooftop_Garden

ছাদ বাগান আমাদের স্বপ্নের একটি জায়গা প্রচুর মানুষ আমরা এখন ছাদে বাগান করি তার বিভিন্ন কারণ থাকে বাগান করার কেউ গাছ ভালোবেসে করে কেউ সময় কাটানোর জন্য করে কেউ তাজা অর্গানিক সবজি খাওয়ার জন্য করে কেউ আবার দেখতে ভালোবাসে ছাদে প্রচুর প্রচুর ফুল ফুটবে সেই সমস্ত দৃশ্যগুলি এবং সবাই নিজে হাতে করার চেষ্টা করে।
চেষ্টা করলে সবকিছু সহজভাবে হয় এটা আমরা বড় ভুল কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের একটু শিখে নিতে হয় একটুও নিজেদের মধ্যে ধারণা বা জ্ঞান একটু বাড়ানোর প্রয়োজন আছে তাই আমরা আজ চলে এসেছি কলকাতা বেহালা বকুলতলা রহমান ছাদ বাগানে।

অসম্ভব সুন্দর তার এই ছাদের বাগান টি দেখতে ভারী ভালো লাগে এই ধরনের বাগান গুলী, নিজের হাতে গড়ে তোলা সেই শখের বাগান কি কিভাবে করছে কত সহজে করছে তার প্রথম ধাপ গুলো আমরা জেনে নেব এবং আমরা নিজেরাও নিজেদের মতো করে চেষ্টা করব খুব সহজে এখানে শিখতে পারবেন কিভাবে টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় বা ফল ধরানোর সম্ভব গাছগুলোকে কত সুন্দর ভাবে রাখা যায় এরপর আমরা সেখানে নতুন করে ঘেঁষে গোলাপ গাছ তৈরি করা হচ্ছে এবং তার খাবার দাবার সম্পর্কে।
এরপর আমরা শিখব কিভাবে স্ট্রবেরি গাছের প্রচুর চারা তৈরি করা যায় এবং পদ্ধতিটাই বাকি কোন পদ্ধতিতে এত এত শীতের ফুল গাছ করেছিলেন রহমান তার সব কিছু খুঁটিনাটি বিশ্লেষণ করে দেবে আজ এছাড়া খুব সুন্দর করে হ্যাকিং করার পদ্ধতি ও কেনই বা ছাদে সুন্দর নেট ব্যবহার করেছেন খোলামেলা আলোচনা আমরা সকলের সঙ্গে নিয়ে করবো আর আপনারা তো অবশ্যই থাকবেন।

ভালো বাগান করতে গেলে এই চ্যানেলটির সঙ্গে একটু আপনার থাকতে হবে যদি আপনি নতুন বাগানি হন তাহলে তো আর কোন কথাই নেই খুব পরিস্কার পরিচ্ছন্ন ভাবে আপনারা কিন্তু শিখতে পাবেন বাগান কিভাবে তৈরি করা যায় প্রত্যেকটা ভিডিও দেখবেন যারা বাগান করে না তাদের কাছে একটু শেয়ার করে দেবেন তা কারণ তাদের মনের মধ্যেও একটু বাগান করার নেশা আমরা সকলে মিলে যদি দিতে পারি তাহলে পুরো পরিবেশটাই রক্ষা পাবে।
প্রত্যেকটা মানুষ এগিয়ে আসছে বাগান করার জন্য তাদের একটু সাহায্য করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব এবং যারা নতুন বাগান করছে তাদের সত্যিই অসুবিধা কিছু না কিছু থেকেই থাকে তাই এই ভিডিওগুলি তাদের প্রত্যেককে অনেকটাই সাহায্য করবে সকলে সকলের মতন করে বাগান করে আমরা সবাই জানি কিন্তু মূল কিছু বিষয়বস্তু সকলের এক থাকে সেগুলোই আমরা জেনে নেওয়ার চেষ্টা করি।

Комментарии

Информация по комментариям в разработке