মায়ং জাদুঘরে সংরক্ষিত রয়েছে তা'ন্ত্রি'কদের শত শত বছরের কর্মকাণ্ডের আদ্যোপান্ত || Mayong Museum

Описание к видео মায়ং জাদুঘরে সংরক্ষিত রয়েছে তা'ন্ত্রি'কদের শত শত বছরের কর্মকাণ্ডের আদ্যোপান্ত || Mayong Museum

রহস্যঘেরা মায়ং গ্রাম আর শত শত বছর ধরে এই গ্রামের ঘরে ঘরে তান্ত্রিকদের কালো যাদু চর্চার বিষয়টি নিয়ে অনেকের মনে সন্দেহ জাগতেই পারে। ভাবতে পারেন, এমনটা সত্যি সত্যি হয় নাকি। মূলত তাদের ঘোর কাটানোর জন্যই আজকের ভিডিও।
এটি মায়ং সংগ্রহালয় ও গবেষণা কেন্দ্র। মায়ংয়ে পবিতোরা অভয়ারণ্যের পাশেই স্থাপিত এই জাদুঘরে সংরক্ষণ করা হচ্ছে মায়ং গ্রামের ইতিহাস ও ঐতিহ্য। তন্ত্রমন্ত্র চর্চার একাল-সেকালের নানান দলিল দস্তাবেজও সংরক্ষিত রয়েছে এখানে। যা দেখলে সহজেই যে কেউ বুঝতে পারবেন, মায়ংকে কেন কালো যাদুর দেশ বলা হয়।
জাদুঘরে প্রবেশ করে অভ্যর্থনা কক্ষের সাজানো দেয়ালটাই নজর কাড়লো আমার।


Contact :
[email protected]

#mayong #mayong_museum #assam #মায়ং #মায়ং_জাদুঘর #আসাম

Комментарии

Информация по комментариям в разработке