শিশুশ্রম কাকে বলে?কারণ ও প্রতিরোধের উপায়(What is child labor? Its causes and prevention methods)

Описание к видео শিশুশ্রম কাকে বলে?কারণ ও প্রতিরোধের উপায়(What is child labor? Its causes and prevention methods)

বাংলাদেশের আর্থ- সামাজিক প্রেক্ষাপটে শিশু শ্রম একটি মারাত্মক সমস্যা। কারণ আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাই এই শিশুদের ভবিষ্যৎ অরক্ষিত রেখে
জাতির ভবিষ্যৎ সুরক্ষিত করা কি সম্ভব ?

এখন প্রশ্ন হলো দরিদ্র / নিম্নবৃত্ত এইসব শিশুদের কারা কাজে লাগায়? দুঃখের বিষয়
হলো এক শ্রেণীর লোভী মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণী,যাদের চাহিদার কোন শেষ নেই।
এইসব লোভী মানুষগুলো স্বল্প টাকায় শিশুদের শ্রমিক হিসেবে খাটায় বা বাসায় কাজের
লোক হিসেবে নিয়োগ দেয় আবার উনিশ -বিশ হলে নির্যাতনও করে। কিন্তু এটা ভাবে না
তার সন্তান ও ভবিষ্যতে এই রকম পরিস্থিতিতে পড়তে পারে।

সূরা তাকাছুর -এ মহান আল্লাহ তাআলা বলেন,

“শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
তোমাদেরকে প্রাচুর্যের লালসা ভুলিয়ে রাখে। কবরে যাওয়া পর্যন্ত। না, শীঘ্রই তোমরা জানবে। আবারও বলছি, না শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনই নয়, যদি তোমরা নিশ্চত জানতে। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, তারপর, তোমরা তা চাক্ষুষ দর্শন করবে। পরে সেদিন তোমরা অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।”

আসলে এই লোভী মানুষদের জন্য বর্তমানে শিশু শ্রম একটি কঠিন সমস্যায় পরিনত হয়েছে।
এরা শিশুদের স্নেহ, সুরক্ষা কিংবা নিরাপত্তার কথা ভাবে না।ফলে শিশু শ্রমে নিয়োজিত একটি শ্রেণী গোপনে বেড়ে উঠছে শারীরিক ও মানসিক অসুস্থতা নিয়ে।

আর এর জিম্মাদার হলাম আমরা। যারা দেখেও দেখি না,শুনেও শুনি না।প্রতিবাদও করি না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন। আমিন।

আল্লাহ হাফেজ
১৩.০৩.২০২২

#শিশুশ্রম
#child_labour
#childlabour

Комментарии

Информация по комментариям в разработке