বিশাল ছাড়, পানির দামে জমি , এম.ডি সাহেব কি বলল মনোযোগ দিয়ে শুনুন...

Описание к видео বিশাল ছাড়, পানির দামে জমি , এম.ডি সাহেব কি বলল মনোযোগ দিয়ে শুনুন...

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলমদিনা আবাসন লিঃ এ আপনাদের স্বাগতম।

স্বল্পমূল্যে জমি ক্রয় করুন, এ সুযোগ সিমিত সময়ের জন্য।

ঢাকার স্বন্যিকটে সাভার হেমায়েতপুর সিংগাইর মেইন রোডের সাথে স্বল্প মূল্যে কমার্শিয়াল জমি বিক্রয় করা হবে।

🔴 জমির মূল্য মাত্র ২,৫০,০০০/- (প্রতি শতাংশ)
🔴 এই জমিতে চাইলে আপনি ফ্যাক্টরী, পিকনিক স্পট, শুটিং স্পট, বাগানবাড়ী ইত্যাদি করতে পারবেন।
🔴 আপনি চাইলে আপনার চাহিদা মোতাবেক সর্বনিম্ন ৩ শতাংশ থেকে জমি ক্রয় করতে পারবেন।
🔴 আলহামদুলিল্লাহ উক্ত জমিতে ৩৩ শতাংশের ফরেইন চাইনিজ রেষ্টুরেন্ট এর কাজ চলমান রয়েছে। উক্ত রেষ্টুরেন্টটি অতি দ্রুতই কাজ সম্পন্ন হয়ে যাবে। ফলে শিঘ্রই জমির মান আরও বেড়ে যাবে।

তাই দেরি না করে আজই আপনার চাহিদা মোতাবেক জমি ক্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

আলমদিনা আবাসন লিঃ
হেড অফিস: বাসা-৮, রোড-১৫, ব্লক-সি, সেকশন-৬, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।
ফোন: ০১৭১৯-৪০২১৩৮, ০১৯১১-৪০৮৮৯০


কমখরচে দেশের সকল জেলার জমি, বাড়ি, ফ্লাট, দোকান, ও অন্যান্য প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয় । আপনি যদি জমি, বাড়ী, বহুতল ভবণ, ফ্যাট এবং ফ্যাক্টরী বিক্রয় এর বিজ্ঞাপন দিতে চান, তাহলে আপনার প্রপার্টির ভিডিও ফুটেজ নিচে দেওয়া ইমু ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার জন্য উপযুক্ত ক্রেতা খোঁজা ও আপনার জমির বিঞ্জাপন প্রচারের মাধ্যমে দ্রুত কাস্টমার/ক্রেতার খোঁজ করা আমাদের দায়িত্ব |

Whats App: 01913095391
শুধুমাত্র বিজ্ঞাপন দিতে যোগাযোগ কারুন এই নাম্বারঃ 01913095391
We advertise your product at a low cost on the YouTube channel.
For business inquiries:
[email protected]

সবকিছু ঠিকঠাক পাওয়া গেলে জমি ক্রয় করা যেতে পারে। তবে উপরের পরীক্ষা-নিরীক্ষা কাজ ক্রেতা নিজে সম্পন্ন করতে না পারলে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নিয়ে তা করা যেতে পারে। ক্রেতা অভিজ্ঞ কোনো দলিল লিখক বা সার্ভেয়ার এর পরামর্শ ও মতামত নিয়ে জমি রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেন।

এতকিছু বলার পরও যদি কেউ কোন ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হন তাহলে property.com চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়।
সকলকে ধন্যবাদ জানাচ্ছি সালেহীন লাবলু

#property com #landsell #landsale

Комментарии

Информация по комментариям в разработке