#পিজিআর,
(আপনার বাগানের ফুল,ফল,সব্জি, ইত্যাদিতে ব্যবহার করতে পারবেন।বিস্তারিত জানতে পোস্টটি সম্পুর্ন পড়ুন)
ছাদ বাগানের বিভিন্ন ফসলে ব্যবহার বিধিঃ
পিজিআর উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক (Plant Growth Regulator, PGR)।এর মূল উপাদান 4-Cholorophenoxy Acetic Acid. এর সাথে কিছু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট ও বেনিফিসিয়ারী উপাদানের সংমিশ্রণে আমাদের দেশের বিভিন্ন ফসলের উপযোগী করে তৈরী করা হয়েছে। পিজিআর নিয়মিত ব্যবহারে উদ্ভিদের শিকড়ের পুষ্টি আহরণ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের বাড় বাড়ন্ত তরান্বিত হয়, ফুল-ফল বেশী আসে, ফল এবং ফলের আকার বেশী বড় হয়, ফলের কালার ও মান বেশী ভালো হয়। পিজিআর এর ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি কর নয়।
★ব্যবহারের নিয়মাবলীঃ-
পিজিআর অতিরিক্ত পরিপূরক (Supplemental ) হিসাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ মাটিতে যে সকল সার বা পুষ্টি উপাদান প্রদান করতে হয় তা করতে হবে। পিজিআর খুব সকালে, শেষ বিকালে সন্ধ্যার আগে আগে বা রাত্রে স্প্রে করতে হবে । তীব্র রোদ্র বা বেশী বাতাসের সময় স্প্রে করা যাবে না। সঠিক বৃদ্ধির ও ফলনের জন্য ৭-১০ দিন পরপর নিয়মিত স্প্রে করতে হবে তবে সপ্তাহে দুই বা তিন দিন দিতে পারলে বেশী ভালো হবে । এই ক্ষেত্রে সকল উপাদানের ঘনত্ব আনুপাতিক হারে কমিয়ে নিতে হবে। গাছের বৃদ্ধি স্বাভাবিক হলে কয়েক দিন বিরতি দিতে হবে। একবার পানিতে গুলানো পিজিআর ব্যবহারের পরে কিছু থেকে গেলে তা গাছের গোড়ায় মাটিতে দিয়ে দিতে হবে । এর ফলে আরও ভালো কাজ পাওয়া যাবে । প্রতি লিটার পানিতে ১০ মিলি করে পিজিআর মাঝে মাঝে গাছের গোড়ায় মাটিতে দিলে তা আরও ভালো কাজ করেবে। পিজিআর এর দ্রবণ গাছের উপরে স্প্রে এমন ভাবে করতে হবে যেন সম্পূর্ণ পাতা ভিজে যাবে কিন্তু পানি গড়িয়ে পড়ে যাবে না। গাছ পাতা ছাড়াও, মূল, কান্ড, বাকল, ফুল এবং ফলের মাধ্যমেও পিজিআর মধ্যস্থিত উপাদান শোষণ করতে পারে এজন্য গাছের সকল অংশেই প্রদান করা যাবে । যে সকল ফসলের উপরে ব্যবহার বিধির বিষয়টি উল্লেখ করা হলো তার বাইরে কোন ফসল থাকলে অভিজ্ঞতার আলোকে মাত্রা নির্ধারণ করে ব্যবহার করতে হবে। পিজিআর এর সাথে ছত্রাকনাশক বা কীটনাশক ও ব্যবহার করা যাবে। প্রতি ১৫ থেকে ৩০ দিন অন্তর অন্তর পিজিআরের সাথে প্রতি লিটার পানিতে ৫ গ্রাম ইউরিয়া এবং ৩ গ্রাম কুইক পটাশ বা সাধারণ পটাশ সার (মিউরেট অব পটাশ) মিশিয়ে ব্যবহার করলে ফলাফল বেশী ভালো পাওয়া যায় শুধু পিজিআর ব্যবহারের পরপরই সব্জি ও ফল তোলা যাবে কারণ এতে কোন বিষাক্ত উপাদান নেই। তবে ভালোভাবে ধুয়ে ব্যবহার করা ভালো। In case of soil application 10 ml GSG mixed with 1 litter of water and then apply on root zone 7- 10 days intervals.
★সংরক্ষণঃ-পিজিআর ঘরের ছায়াতে শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে।
★ব্যবহারবিধিঃ- পিজিআর কৌশলগত
★বিভিন্ন ধরণের পাতা জাতীয় শাকঃ- লালশাক, পুঁইশাক, পালংশাক, মূলাশাক, পাটশাক, ডাটাশাক, বাটিশাক, লেটুস, ধনিয়াপাতা, পুদিনাপাতা ইত্যাদিতে প্রতি লিটার পানিতে ৫ মিলি পিজিআর যেহেতু শাক ফসলটি খুব অল্প সময়ের ফসল এজন্য এই মাত্রায় ৭ দিনের পরিবর্তে ৫ দিন পরপরও ব্যবহার করা যেতে পারে। আর যদি মাত্রা কমিয়ে প্রতিদিন দেওয়া যায় তবে আরও ভালো কাজ করবে।
বিভিন্ন সব্জি ( ফুল থেকে ফল হয়) যেমন, বেগুন, ঢেঁড়স, বরবটি, করলা, শশা, ঝিঙ্গা, চিচিঙ্গা কাঁকড়ল, চলকুমড়া, লাউ, মিষ্টিকুমড়া প্রভুতিঃ- প্রতি লিটর পানিতে ৩ মিলি পিজিআর মিশিয়ে ফসেলের অবস্থা দেখে ৭-১০ দিন পরপর ব্যবহার করতে হবে।
টমেটো, মরিচ, আলুঃ প্রতি লিটার পানিতে ৫ মিলি পিজিআর মিশিয়ে ফসলের অবস্থা দেখে ৭-১০ দিন পরপর নিয়মিত ব্যবহার করতে হবে।
ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি- প্রতি লিটার পানিতে ৫ মিলি পিজিআর মিশিয়ে চারা রোপণের ৭ দিন পর থেকে নিয়মিত ব্যবহার করতে হবে। আগাম ফুল কপি এবং বাঁধা কপিতে খুব ভালো ফল হবে।
লেবু, কমলা ,মাল্টা, পেয়ারা, সফেদা, ডালিম, জলপাই, পেঁপে, কলা, ড্রাগণ ফ্রুট, পারসিমনঃ- -প্রতি লিটার পানিতে ৫-৭ মিলি পিজিআর, মিশিয়ে ৭-১৫ দিন পরপর ব্যবহার করতে হবে। পেঁপের উপরে ব্যবহারের সময় একমাস পরপর প্রতিলিটার পানিতে এক গ্রাম হারে সলুবর বোরণ সার ব্যবহার করলে অধিক ভালো ফলাফল পাওয়া যাবে। সলুবর বোরণ সকল ফলের উপরেই ব্যবহার করা যায় এতে আরও অধিক ভালো ফলাফল পাওয়া যাবে।
★
লেবু, পেয়ারা, মাল্টা, কমলা, ড্রাগন ফ্রুট, লটকন, পারসিমন, জামরুল ইত্যাদিঃ- প্রতি লিটার পানিতে ৫ মিলি পিজিআর এবং সাথে ৫ গ্রাম ইউরিয়া ও ৩ গ্রাম কুইক পটাশ সার মিশিয়ে ১০-১৫ দিন পরপর নিয়মিত ব্যবহার করতে হবে।
★লিচুর উপর ব্যবহারঃ- প্রতি লিটার পানিতে ২ মিলি পিজিআর ও ০.৫ (অর্ধেক ) গ্রাম সলুবর বোরণ এবং চিলেটেড দস্তা মিশিয়ে লিচু মটর দানার মত হবার পর থেকে ১০ দিন পরপর নিয়মিত ব্যবহার করতে হবে।
★বীজ বপণের আগে ব্যবহারঃ যে সকল বীজ পানিতে ভিজিয়ে বপন করতে হয় (যেমন ধনিয়া, পালং শাক, লাউ, মিষ্টি কুমড়া, শশা, চাল কুমড়া, ঝিঙ্গা,চিচিঙ্গা ইত্যাদি সেগুলো ভিজানোর সময় প্রতি লিটার পানিতে ৫ মিলি পিজিআর মিশিয়ে তার মধ্যে ১২-১৪ ঘন্টা বীজ ভিজিয়ে তার পরে ছায়াতে শুকিয়ে বপন করতে হবে।
★★বিভিন্য কোম্পানির পিজিআর আছে এর মধ্যে
গ্লোবাল কোম্পানির - পি জি আর
সিনজেন্টা কোঃ- protozim
আটো ক্রপের- মিরাকুলান
করবেলের- বায়োফল সুপার
ভালো কাজজ করে থাকে
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।
💬ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Plz
ভিডিও রেকর্ড 🎥 shah Al mahi
এডিটর 🎨 Al mahi
Krisibid Tv On Socail Media
Facebook Id: / shahabusaleh.almahi
Copyright Disclaimer:
under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Krisibid tv এর পক্ষ থেকে জানাই স্বাগতম🌷 । এটি একটি কৃষি মিডিয়া ।
নৃত্য নতুন কৃষি বৃত্তিক ভিডিও চাইলে আমাদের সাথে থাকুন।
👉Please Subscribe this channel.
Информация по комментариям в разработке