কার্প মাছের পোনা পুকুরে চাষের পদ্ধতি সঠিক নিয়ম ও খাদ্য নিরাপত্তা। যোগাযোগ: 01710933563

Описание к видео কার্প মাছের পোনা পুকুরে চাষের পদ্ধতি সঠিক নিয়ম ও খাদ্য নিরাপত্তা। যোগাযোগ: 01710933563

কার্প মাছের পোনা পুকুরে চাষের পদ্ধতি সঠিক নিয়ম ও খাদ্য নিরাপত্তা। যোগাযোগ: 01710933563

এই পুকুরে সাধারণ মরটালিটি বাবদ ১০/২০% পোনা মারা যেতে পারে। যে পুকুরে ফিঙ্গার সাইজ (৪/৫ ইঞ্চি) পোনা ৬ থেকে ৮ মাস চাষ করে কালচার পুকুরে চাষে দেওয়ার মত চারা পোনা বা চাপের পোনা উৎপাদন করা হয় সেটাকে চারা পুকুর (চাপের পুকুর) বলে।

এই পুকুর টি ২০ থেকে ৪০ শতকের মধ্যে হওয়া ভালো। পানির গড় গভীরতা ৩ থেকে ৫ ফুটের মধ্যে উঠা নামা করাতে হবে। যেহেতু এই সাইজের পোনা কে হাঁসপোকা ও ব্যঙের আক্রমণের সম্ভাবনা নেই , তাই পুকুর টি যে কোন স্থানে নির্বাচন করতে পারেন।

তবে বিভিন্ন শিকারি পাখি ও সাপ আক্রমণ করার ভয় থেকেই যায়, তাই প্রয়োজনে নেটিং টা করতে হবে। প্রয়োজনে পানির যোজন-বিয়োজন করতে পারবেন এমন ব্যবস্হা রাখতে হবে। এই পুকুর থেকে চাষির চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের পোনা উৎপাদন করা হয়ে থাকে।

তারমধ্যে উল্লেখ যোগ্য সাইজ হলো ২শ থেকে ৫শ গ্রাম। যদি ২/৩শ গ্রাম সাইজের পোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা
থাকে, তাহলে প্রতি শতকে ১৫০ থেকে ২০০ পিচ ৪/৫ ইঞ্চি সাইজের পোনা মজুদ করবেন। আর যদি ৩শ গ্রাম থেকে ৫শ গ্রাম সাইজের পোনা উৎপাদন করার লক্ষ্যমাত্রা থাকে, তাহলে শতকে ১০০ থেকে ১২০ পিচ ৪/৫ ইঞ্চি সাইজের পোনা মজুদ করুন।
এই পুকুরে সাধারণ মরটালিটি বাবদ ৩/৫% পোনা মারা যেতে পারে।

যে পুকুরে চারা পোনা চাষ করে সাধারণ ভোক্তার কাছে বিক্রির উপযোগী মাছ উৎপাদন করা হয়, সেটাকে কালচার বা মজুদ পুকুর বলা হয়। কার্পমাছ চাষের ক্ষেত্রে যত বড় পুকুর নির্বাচন করা যায় ততই মঙ্গল। এই পুকুরের গড় গভীরতা ৫ থেকে ৮ ফুটের মধ্যে রাখা ভালো। গত পর্বে উল্লেখিত মজুদ পুকুরের গুণাগুণ সম্বলিত যে কোন স্থানে পুকুর টি নির্বাচন করতে পারেন।

কার্প জাতীয় মাছের টেকসই চাষ পদ্ধতির বিভিন্ন পর্ব জনস্বার্থে প্রচারিত হচ্ছে।



#কার্ফু_মাছের_পোনা #কার্ফু_মাছের_কোথায়_পাওয়া_যায়

Комментарии

Информация по комментариям в разработке