আবৃত্তি Online LIVE "আবৃত্তির সব্যসাচী"

Описание к видео আবৃত্তি Online LIVE "আবৃত্তির সব্যসাচী"

আবৃত্তি Online LIVE "আবৃত্তির সব্যসাচী"
আবৃত্তি Online পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন।
আবৃত্তি শিল্পে কিংবদন্তি আবৃত্তিকার কাজী সব্যসাচীর অবদান সর্বজনবিদিত। আবৃত্তি শিল্পকে স্বতন্ত্র শিল্প হিসাবে প্রতিষ্ঠিত করতে কাজী সব্যসাচীর ভূমিকা অনস্বীকার্য। মৌলিক আবৃত্তি শিল্পী হিসেবে সমগ্র আবৃত্তি শিল্পকে আলোর দিশা দেখিয়েছিলেন তিনিই।
আগামী ২রা মার্চ এই কিংবদন্তি আবৃত্তি শিল্পী কাজী সব্যসাচীর প্রয়াণ দিবস উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে আগামী ৪ঠা মার্চ ২০২২’শুক্রবার -বাংলাদেশ সময় রাত ১০ টায় ও ভারতীয় সময় রাত ৯.৩০ টায় আবৃত্তি Online এর প্ল্যাটফর্মে “আবৃত্তির সব্যসাচী" নামক একটি বিশেষ লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাজী সব্যসাচীর দুই কন্যা খিলখিল কাজী ও মিষ্টি কাজী এবং বিশিষ্ট আবৃত্তিকার ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও তাপস মাইতি।
কেমন ছিল শিল্পী হিসাবে কাজী সব্যসাচীর পথচলা ? এই মহান ব্যক্তিত্বের কন্যা হওয়ার সুবাদে খিলখিল কাজী এবং মিষ্টি কাজীর আবেগ ও দুর্লভ অনুভূতির কিছু কথা ও ভাস্বর বন্দ্যোপাধ্যায় এবং তাপস মাইতির আবৃত্তির মাধ্যমে আমরা তাঁকে স্মরণ করব ঐ দিন । আবৃত্তি অনলাইন এই অনুষ্ঠানের মাধ্যমে কাজী সব্যসাচীর অবদান কে তুলে ধরতে চাইছে নতুন প্রজন্মের দর্শক শ্রোতাদের সামনেও।
আবৃত্তি Online এর পক্ষ থেকে "আবৃত্তির সব্যসাচী" এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনাদের সহযোগিতা ও শুভকামনা আমাদের সাথে থাকছে।
স্বচ্ছ ও সুন্দর হোক আবৃত্তির অঙ্গন।
ধন্যবাদ।
প্রযোজনা ও সঞ্চালনা
মৌমিতাজ্যোতি
গ্রন্থনা , গবেষণা ও গ্রাফিক্স
ড. পূর্বা ইসলাম
এবং পরিচালনা���
আবৃত্তি Online

Комментарии

Информация по комментариям в разработке