Rajgir Glass Bridge I Nalanda University l Rajgir Nature Camp Safari I Suspension Bridge l Solotrip

Описание к видео Rajgir Glass Bridge I Nalanda University l Rajgir Nature Camp Safari I Suspension Bridge l Solotrip

Odyssey Tour N Travels
Sikkim, Darjeeling, Offbeat Darjeeling, Offbeat kalimpong tour.
(8910889176)
Let's be friends :
Facebook Page: 👇👇
  / som69  
Darjeeling offbeat (Page) 👇👇
  / ahaldhara  
Instagram: 👇👇
  / _odysseyclub  
আমার ভ্রমণ সংক্রান্ত ফেসবুক গ্রুপ(Public group)
ভ্রমণ পিপাষু ব্যাক্তিদের অগ্রিম স্বাগত জানাই-
https://m.facebook.com/groups/8989379...
∆∆রাজগির কিভাবে যাবেন?
প্রথমে হাওড়া থেকে বাক্তিয়ারপুর ট্রেনে, বাক্তিয়াৱপুৱ থেকে ৱাজগিৱ আসতে গেলে ট্ৰেনে ,বাসে কৱে,প্ৰাইভেট কাৱে আস্তে পাৱেন। ডিৱেক্ট ট্ৰেন নেই হাওড়া থেকে ৱাজগিৱ। পাটনা থেকে রাজগির আসতে পারেন।গয়া থেকে আপনি ৱাজগিৱ আসতে পাৱেন। দিনে একটা ট্ৰেন চলে গয়া টু ৱাজগিৱ। ১:৩৫ দুপুৱে ছাড়ে গয়া থেকে ৱাজগিৱেৱ উদ্দেশ্যে ৱাজগিৱ পৌঁছায় ৪:৩০ ঘন্টা জাৰ্নি কৱাৱ পৱ সন্ধে ৬টায়।
Gaya to Rajgir 60km (1:40mnt)
Bakhtiyar pur to Rajgir 50km (1:30hr)
ৱাজগিৱে থাকাৱ জন্য ৱয়েছে ভালো গোছানো পৱিসেবা যুক্ত ধৱমশালা। প্ৰশ্ন ধৱমশালা বুকড কি ভাবে কৱবেন?
খুব কম টাকায় ৩০০-৪০০ এৱ মধ্যে আপনি একটা ৱুম পেয়ে যাবেন ২ শেয়াৱিং এ।
∆রাজগির ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলার একটি শহর। রাজগীর শহর ছিল প্রাচীন মগধ রাজ্যের ক্ষমতার প্রথম আসন - শক্তিশালী মৌর্য সম্রাটদের রাজ্য কেন্দ্র। ঐতিহাসিকভাবে, রাজগীরকে মহাবীর এবং গৌতম বুদ্ধের আধ্যাত্মিক পছন্দের স্থানগুলির মধ্যে একটি। রাজগীর জৈন এবং বৌদ্ধ উভয় ধর্মের তীর্থযাত্রীদের জন্য একটি প্রধান কেন্দ্র।
রাজগীর সড়কপথে পাটনার থেকে 102 কিমি, নালন্দা 12 কিমি, গয়া 62 কিমি, পওয়াপুরী 38 কিমি, বখতিয়ারপুর 55 কিমি।
∆রাজগীর শব্দটা আসলে 'রাজগৃহ' শব্দ থেকে এসেছে যার অর্থ রাজার গৃহ । ইতিহাসের বিভিন্ন রাজারা এখানে বিভিন্ন সময়ে রাজধানী স্থাপন করেছেন । মৌর্য্য বংশ, সম্রাট অশোক, হর্যঙ্ক বংশ বিম্বিসার, অজাতশত্রু ইতিহাসের এইসব নাম এই রাজগীরের সঙ্গে যুক্ত ।
∆∆রাজগীর পাথর কাটা গুহা, দুর্গ, বৌদ্ধ ধ্বংসাবশেষ, শেল শিলালিপি, হিন্দু ও জৈন মন্দির এবং মুসলিম সমাধির জন্য বিখ্যাত। মহাভারত অনুসারে, জরাসন্ধ যিনি ভীমের দ্বন্দ্বের মধ্যে নিহত হন, তিনি এই অঞ্চলের উপর শাসন করতেন এবং তাঁর রাজধানী ছিল বর্ধরথপুরায়।
∆Nalanda:
নালন্দা বিশ্ববিদ্যালয় আনুমানিক পঞ্চম ও ষষ্ঠ খ্রীষ্টাব্দ থেকে তৈরি শুরু হয় । গুপ্ত বংশের আমলে এর খ্যাতি খুব বেশি হয় । এরপর বিভিন্ন রাজবংশের আমলে এই বিশ্ববিদ্যালয়ের গঠনগত নির্মাণের কিছু পরিবর্তন করা হয় । আমাদের গাইড আমাদের একটা বিশাল চত্বরে নিয়ে গেল যেটাকে আধুনিককালের একটা স্বয়ংসম্পূর্ণ হোস্টেল বা ছাত্রাবাস বলা যেতে পারে । এখানে ছাত্রদের জন্য থাকার ঘর, জলের জন্য কুয়ো, রান্নার ব্যবস্থা ইত্যাদি তো রয়েইছে, সেইসঙ্গে আছে পড়াশোনা এবং অধ্যাপকের থাকার ব্যবস্থা । নালন্দায় সাহিত্য, দর্শন, ধর্ম প্রভৃতি বিষয়ে পড়ানো হত । এখানে বলে রাখি নালন্দার ধ্বংসস্তূপ মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল, ভারতীয় পুরাতত্ত্ববিভাগ এই নিয়ে কাজ করছে । এখনও এর বেশ কিছু অংশ মাটির নিচেই আছে বলে অনুমান করা হয় । যতটা উদ্ধার করা সম্ভব হয়েছে তার মধ্যে আমাদের দেখা ছাত্রাবাসের মতো মোট ন'টা ছাত্রাবাস আছে । প্রত্যেকটা ছাত্রাবাসের বাইরে একটা করে বৌদ্ধমন্দির রয়েছে । প্রত্যেকদিন অধ্যায়নের শুরু এবং শেষে ছাত্রদের এখানে একবার করে পুজো করতে হত । নালন্দা বিশ্ববিদ্যালয় সেইযুগে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছিল, সারা দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসত । কিন্তু চাইলেই এখানে পড়াশোনার সুযোগ মিলত না, নালন্দার প্রবেশিকা পরীক্ষা ছিল রীতিমতো কঠিন । বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে যে দ্বারপাল থাকত, বাইরে থেকে আসা ছাত্রদের প্রথমে তার কাছে পরীক্ষা দিতে হত । সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি মিলত, না হলে সেখান থেকেই ফিরে যেতে হত । এইভাবে প্রত্যেক বছর মাত্র ৩০% ছাত্র নালন্দায় প্রবেশ করতে পারত ।
∆Pawapuri:
আমাদের পরবর্তী গন্তব্য 'পাওয়াপুরী' । এখানে একটা জৈনমন্দির আছে । নালন্দা থেকে পাওয়াপুরী যেতে কুড়ি মিনিট মতো লাগে । পাওয়াপুরীর মন্দিরের বৈশিষ্ট্য হল এটা একটা হ্রদের মাঝখানে । হ্রদের পাড় থেকে একটা রাস্তা চলে গেছে মন্দির পর্যন্ত্য । এখান দিয়ে যাওয়ার সময়ে জলের মধ্যে মাছ, হাঁস প্রভৃতি দেখা যায় । মন্দিরটা সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি । চত্বরটা খুব পরিষ্কার-পরিচ্ছন্ন । আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে ফেরার পথ ধরলাম ।
∆∆সোনা ভান্ডার', এর ভূ-তাত্বিক বৈশিষ্ট্য হল এর মধ্যে দু'টো বেশ বড় ফাঁকা ঘরের মতো আছে আর এই পুরো ব্যাপারটাই একটামাত্র বড় পাথর কেটে তৈরি । মনে করার হয় এটা আসলে রাজা বিম্বিসারের স্বর্ণভান্ডারের প্রবেশপথ । এর দেওয়ালে শঙ্খলিপিতে কিছু লেখা আছে যেটা আসলে সেই স্বর্ণভান্ডারে প্রবেশ করার সংকেত । তবে আজ পর্যন্ত্য সেই লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি আর তাই বিম্বিসারের স্বর্ণভান্ডারও অধরাই থেকে গেছে !
∆ 'বিশ্ব শান্তি স্তূপ' - রাজগীরের লোক্যাল সাইট সিয়িং-এর সবথেকে উল্লেখযোগ্য জায়গা । শান্তিস্তূপটা গৃধকূট পাহাড়ের ওপরে আর পাহাড়ে ওঠার জন্য রোপ-ওয়ে চলে । এই রোপ-ওয়ে সম্পর্কে একটা ধারণা প্রচলিত আছে যে এটা নাকি চারদিক খোলা । এটা একটা ভুল তথ্য - এগুলো বলতে গেলে চারদিকটাই ঘেরা ।
#rajgir_glass_bridge
#rajgir_nature_safari
#nalanda_university_story
#rajgir_nature_safari_park
#nalanda_university_history_in_bengali
#pawapuri_jal_mandir
#bishwa_shanti_stupa
#rajgir_zoo_safari
#nalanda_university_campus_tour
#bodhgaya_rajgir_nalanda_tour
#bodhgaya_nalanda_rajgir_tour_itinerary
#rajgir_tour_plan
#rajgir_pawapuri_nalanda_tour_plan
Rajgir Dharamshala booking:
https://yatradham.org/yatradham-desti...

Комментарии

Информация по комментариям в разработке