গঙ্গাটিকুরি জমিদার বাড়ির অজানা কাহিনী || The unknown story of Gangatikuri zamindar's house.

Описание к видео গঙ্গাটিকুরি জমিদার বাড়ির অজানা কাহিনী || The unknown story of Gangatikuri zamindar's house.

বন্ধুরা আবার বেড়িয়ে পড়েছি । আজ আমার গন্ত্যব্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অনর্গত কেতুগ্রাম II ব্লকের গঙ্গাটিকুরি গ্রামে। খুব বেশী প্রচারের আলোয় না আসা একটি গ্রাম হলো এই গঙ্গাটিকুরি । সারাদিনে দেখা মিলবে না কোনো পর্যটকের কিন্তু আর পাঁচটা গ্রাম থেকে যে কারনে এই গ্রাম কে আলাদা করা যায় তা হলো এই গ্রামের সাথে জুরে থাকা ইতিহাস আর তার সাথে সুবিশাল এক জমিদার বাড়ি। এই বাড়ির প্রতিষ্ঠাতা ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সময় থেকেই প্রথাগতভাবে জমিদারির সূচনা হয় এই গঙ্গাটিকুরিতে। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম পূর্ব বর্ধমান জেলার পাণ্ডুগ্রামে। তাঁর পিতা বামাচরণ বিহারের পূর্ণিয়াতে ওকালতি করতেন। ইন্দ্রনাথের পড়াশোনা শুরু হয় পিতার কর্মস্থল পূর্ণিয়ার গভর্নমেন্ট স্কুলে। তার যখন ন বছর বয়স তখন তাঁর পিতা মারা যান। পিতার মৃত্যুর পর তাঁর পরিবার এই গঙ্গাটিকুরিতে এসে বসবাস শুরু করেন । তিনি ভর্তি হন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ক্লাস সিক্সে । এরপর বীরভূমের গভর্নমেন্ট স্কুলে পড়ার পর ভাগলপুরে গভর্নমেন্ট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং পরবর্তীকালে হুগলি কলেজ হয়ে কলকাতার ক্যাথিড্রাল মিশন কলেজ থেকে বি.এ.পাশ করেন ১৮৬৯ খ্রিস্টাব্দে । কিছুকাল বীরভূমের হেতমপুর ও বর্ধমানের ওকড়সা স্কুলে প্রধানশিক্ষকের কাজ করেন। ১৮৭১ খ্রিস্টাব্দে বি.এল. পাশ করে কলকাতা হাইকোর্ট সহ পূর্ণিয়া দিনাজপুর বর্ধমান প্রভৃতি জেলার কোর্টে ওকালতি করেন। বাংলার প্রথম ব্যঙ্গ উপন্যাসিক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি বিলাতি জিনিসের বর্জনের পক্ষপাতী ছিলেন এবং ব্রিটিশদের প্রতি তীব্র বিরোধিতা তার ব্যঙ্গরচনাতেও ফুটে উঠতো। তিনি সাহিত্যকর্ম শুরু করেন মোটামুটি ১৮৭০ খ্রিস্টাব্দে । তাঁর প্রথম ব্যঙ্গ রচনা 'উৎকৃষ্ট কাব্যম' । বাংলা সাহিত্যের অন্যতম হাস্যকৌতুক ও ব্যঙ্গ রচনাকার তিনি । 'পঞ্চানন্দ' নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন ১৮৭৮ খ্রিস্টাব্দের ২৬ শে অক্টোবর । প্রগতি ও সংস্কৃতির নামে ইংরেজ সেবার বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ বিদ্রুপ করতেন 'পঞ্চানন্দ' এর মাধ্যমে । তিনি সেসময় 'পাঁচুঠাকুর' বা 'পঞ্চানন্দ' নামে প্রতিষ্ঠিত হন।১৮৮১ খ্রীষ্টাব্দে গঙ্গাটিকুরি গ্রামে মহল্লা কিনে জমিদারি শুরু করেন ইন্দ্রনাথ বন্দোপাধ্যায়। আইনজীবী হিসাবেও এলাকায় তাঁর বেশ খ্যাতি ছিল। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৯১১ খ্রিস্টাব্দের ২৩ শে মার্চ ৬২ বছর বয়সে মারা যান।

বন্ধুরা , যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি ।

ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। [email protected]

#Gangatikuri_Rajbari#gangatikuri jamidar_bari#গঙ্গাটিকুরি#West_Bengal#INDIA

Stay Connected with me on Social Network :
Twitter :   / manasbangla  
Facebook :   / manasbangla  
Instagram :  / manasbangla  

Комментарии

Информация по комментариям в разработке