সমাপ্তিকার আত্মদান || Samaptikar attodan || বাংলা কবিতা আবৃত্তি || স্মৃতি রানী রত্না ||@RatnaWebBlog

Описание к видео সমাপ্তিকার আত্মদান || Samaptikar attodan || বাংলা কবিতা আবৃত্তি || স্মৃতি রানী রত্না ||@RatnaWebBlog

সমাপ্তিকার আত্মদান || Samaptikar attodan || বাংলা কবিতা আবৃত্তি || স্মৃতি রানী রত্না || ‪@RatnaWebBlog‬ ||


কবিতার কথা :-
============
সমাপ্তীকার আত্মদান
**************** স্মৃতি রানী রত্না

আঠারো বছরের ভালোবাসা
দিয়ে দিল বিসর্জন,
সমাপ্তীকা শ্বশুর গৃহে করেছে গমন।

নতুন স্বপ্ন চোখে নিয়ে,
বুকে নিয়ে আশা,
ওরাই বুঝি করবে আপন দিয়ে ভালোবাসা।।

লাল বেনারশি পরে
সিঁথিতে সিদুর ভরে
সোনার গহনা ছাড়াই সকলের মন কাড়ে।।

চোখের জলে বুক ভাসে
কাতর হয় অন্তর,
পরকে আপন করতে গিয়ে আপন করল পর।।

শশুর গৃহে পা রেখেছে
খুশির সীমা নাই,
আলতা মাখা রাঙা পায়ে রঙিন ঘর সাঁজায়।।

স্বামীর ঘরে নিরবতার
হলো আজ অবসান,
অচেনা নতুন অনুভবে আমিত্বের বিসর্জন।।

অস্তিত্বের সবটা দিয়ে
অন্যের মন ভরায়
পরাধীনতার শিকলটাকে জড়িয়ে নিল পায়।।

যতই দিন বেরে যায়
ততই চাহিদা হয়,
বাকিটা কবে দেবে? আমরা তো ভিখারি নয়।।

কথায় কথায় হৃদয় ক্ষত
আঘাত হয়েছে শত,
জড়াজীর্ন ভগ্ন দেহ, শুনে সবটা অবিরত।।

বাবাযে বড় অসহায়
কি করে তারে শুধায়,
অসামর্থ্য পিতার কাছে কিকরে বা পণ চায়।।

ঋণের ভারেতে তার
আহার জোটেনা আর,
নিত্য চেষ্টা করেও, হয়না শোধ দেনা-ধার।

নিরবে নিভৃতে কেঁদে চলে
তার প্রতিটা হাহাকার
কেউতো বোঝেনা সেই হৃদয়ের আত্ম চিৎকার।।

দায় যদি উসুল হবে
তাহাকে আঘাত দিলে
বাবা মাকে না জানিয়ে,সয়ে যায় তিলে তিলে।।

প্রানটা আছে কোনমতে
পাওনা ফিরিয়ে দিতে,
বিন্দুও থাকলে বাকি, দেবেনা চির বিদায়।।

হায়রে নিষ্ঠুর নিয়তি!
এটাই কী তাহার প্রাপ্তি!
যত ছিল মনে আশা সবিযে আজ দুরাশা,

মনের গোপন ঘরে
খুজে যায় আনমনে,
হলোনা কাউকে বলা রয়ে গেল সঙ্গোপনে।।

এ কেমন নির্দয় দান!
কন্যাকে সম্প্রদান!
যৌতুকের যাতাকলে চলে গেল তাজা প্রাণ।

এ কেমন নির্মমতা
নিঃশেষ কি হবেনা প্রথা?
যুগ-যুগান্তরে কি এই ভাবে যাবে প্রাণ?

সমাপ্ত হলো আজ
সমাপ্তীর জীবন খানি
লাল পেড়ে সাদা শাড়ী, দাওনা জলদি আনি।

সাঁজবে বধুঁর সাঁজে
থাকবে সবার মাঝে,
চিতার আগুনে হবে জীবনের অবসান।।

#বাংলাকবিতা #banglakobitaabriti #newpoetry #sad #কবিতা #poetry #poetryrecitation #poetryvideo #poem #sadpoetry #কবিতা_আবৃত্তি #কষ্টেরকবিতা #কবিতার #গদ্যকবিতা #ratnablog

সমাপ্তিকার আত্মদান,
সমাপ্তি,
সত্যান্বেষী,
বাৎসরিক শ্রাদ্ধ নিয়মাবলী,
সতীদাহ,
আর্কাইভ কি,
আত্মদর্শন,
কৃত্তিবাস ওঝা,
চার্বাক দর্শন,
পুস্তক,
ডাকবাংলা,
সম্প্রীতি,
প্রতিশ্রুতি,
koustav bagchi,
জাগরণী চক্র ফাউন্ডেশন,
সুপ্রিম কোর্ট,
সমাপ্তি সিনেমা,
কর্মযোগ,
সত্যের জয়,
soumitra chatterjee,
অসমাপ্ত আত্মজীবনী,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প,
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী,
অদ্বিতীয়,
ছাড়পত্র কবিতা সুকান্ত ভট্টাচার্য,
শিক্ষা জগৎ,
সফল জীবনের সন্ধানে,
শশাঙ্ক,
চতুর্থ শিল্প বিপ্লব কি,
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
সাধের এই দেহটা,
সক্রেটিস,
বণিক বার্তা,
শতাব্দীর সূর্য আজি,
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
samaptikar attodan,
error 'cout' was not declared in this scope,
ang 727 guru granth sahib,
article 80 and 81

Комментарии

Информация по комментариям в разработке