ভালোবেসে হিন্দু থেকে মুসলিম হয়েছেন যে সব বলিউড তারকা |Bollywood stars change their religion for love

Описание к видео ভালোবেসে হিন্দু থেকে মুসলিম হয়েছেন যে সব বলিউড তারকা |Bollywood stars change their religion for love

ভালোবেসে হিন্দু থেকে মুসলিম হয়েছেন যে সব বলিউড তারকা
Bollywood stars change their religion for love
ভালোবাসার টানে হিন্দু থেকে মুসলমান তারা
ভালোবাসা সফল করতে ধর্মান্তরিত তারা
হিন্দু হয়ে মুসলমান বিয়ে করেছেন যেসব বলিউড তারকা
#bollywood #sharmilatagore #hemamalini #dharmendra #amritasingh #mamtakulkarni #ayeshatakiaazmi #rakhisawant #dipikakakar #hinduism #muslim #bollywoodstar #srk

ধর্মেন্দ্র-হেমা মালিনী : শোলে সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে হাবুডুবু খান ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তারা বিয়ের সিদ্ধান্ত নিলে বাদসাধে হিন্দু প্রথা। ধর্মেন্দ্রকে দ্বিতীয় বিয়ে করতে হলে ধর্মান্তরিত হতে হবে। তারা যৌথ সিদ্ধান্তে ১৯৭৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ১৯৮০ সালে বিয়ে করেন। ধর্মেন্দ্র হয়ে যান দিলওয়ার খান এবং হেমা মালিনী হন আয়েশা।

শর্মিলা ঠাকুর : ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা মনসুর আলী খানকে বিয়ে করে ১৯৬৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এরপরই তার নাম হয় আয়েশা সুলতানা। ৫০টিরও বেশি সিনেমার এই অভিনেত্রীর ছেলে সাইফ আলী খান, মেয়ে সোহা আলী খানও বলিউডে প্রতিষ্ঠিত। আরেক মেয়ে সাবা আলী খান মনোযোগী হন ব্যবসায়।

অমৃতা সিং : ৮০-৯০ দশকের সাড়া জাগানো অভিনেত্রী অমৃতা সিং ১৯৯১ সালে সাইফ আলী খানকে বিয়ে করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মার্দ, চামেলি কি শাদি, খুদগার্জ, আয়না, বেতাব প্রভৃতি সিনেমা দিয়ে তারকায় পরিণত হয়েছিলেন অমৃতা সিং। সাইফের চেয়ে ১২ বছরের বড় তিনি। তাদের ঘরে জন্ম নেয় মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম আলি খান।

মমতা কুলকার্নি : ভারতের সুন্দরী অভিনেত্রী মমতা কুলকার্নি ‘ঘটক’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। ২০১৩ সালে ভিকি গোস্বামীকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। ১৯৯৭ সালে ভিকি একটি মাদক চোরাচালান মামলায় ২৫ বছরের সাজা পান। আরব আমিরাতের ওই মামলার শাস্তি কমানোর জন্য ভিকি আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১২ সালে তাকে মুক্তি দেওয়া হয়।

আয়শা তাকিয়া : মিশ্র সংস্কৃতিতে জন্ম হওয়া ও বেড়ে ওঠা আয়শার বাবা ছিলেন গুজরাটি হিন্দু, মা ছিলেন অ্যাংলো-ইন্ডিয়ান। বলিউডে আত্মপ্রকাশের আগে মডেল হিসাবে সুনাম কুড়িয়েছেন। টারজান, সালাম-ই-ইশক, ওয়ান্টেড, নো স্মোকিং তার অভিনীত আলোচিত সিনেমা। ২৩ বছর বয়সে ২০০৯ সালে ফারহান আজমীকে বিয়ে করার সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিয়ের পরই তিনি অভিনয় জগৎকে বিদায় জানান।

রাখি সাওয়ান্ত : ভারতীয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী রাখি সাওয়ান্ত মুসলিম হন ২০২২ সালে। তার প্রথম স্বামী নন-রেসিডেন্ট ইন্ডিয়ান রিতেশের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আদিল খান দুররানিকে বিয়ে করতে ধর্মান্তরিত হন। পরে তার নাম হয় ফাতিমা দুররানি।

দিপিকা কক্কর : ভারতীয় অভিনেত্রী দিপিকা কক্কর ২০১৮ সালে সহ-অভিনেতা শোয়েব ইব্রাহীমকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম ধারণ করেন দিপিকা ইব্রাহীম ফাইজা। মূলত তিনি টিভি অভিনেত্রী হিসাবে সুনাম কুড়িয়েছিলেন।

Комментарии

Информация по комментариям в разработке