NEET 2024 scam : বাতিল ২০২৪ সালের নিটের রেজাল্ট? ডাক্তারী ভর্ত্তির পরীক্ষায় এত ফ্রড হল কি করে?

Описание к видео NEET 2024 scam : বাতিল ২০২৪ সালের নিটের রেজাল্ট? ডাক্তারী ভর্ত্তির পরীক্ষায় এত ফ্রড হল কি করে?

NEET 2024 scam : বাতিল হতে চলেছে ২০২৪ সালের নিটের রেজাল্ট? ডাক্তারী ভর্ত্তির পরীক্ষায় এত ফ্রড হল কি করে?

ভারতের ইতিহাসে এটি অন্যতম বৃহত্তম স্ক্যাম হিসাবে অচিরেই জায়গা করে নেবে! দারুন নিখুত ভাবে স্ক্যামটা করা হয়েছে। দেখে মনে হবে অবহেলা। কিন্ত মনে হচ্ছে পুরোটাই অরকেস্ট্রেটেড ক্রাইম।

অনেক অভিভাবক এবং ছাত্রছাত্রীরা চিন্তিত তাদের ভবিষ্যত নিয়ে। আমি চিন্তা করতে মানা করব। আসলে সুপ্রিম কোর্টে অনেক ক্যান্ডিডেট অলরেডি এপিল করেছে এবারের নিট বাতিল করে দেওয়ার জন্য। এবং যে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে- তাতে বাতিল হয়ে আবার এক্সাম নিতে হবে।

আমি এটা নিয়ে বুঝতে অনেক ভিডিও দেখলাম। যা বুঝলাম, এখানে ইচ্ছাকৃত ভাবে এক্সাম কনডাক্টে ভুল করে, "গ্রেস মার্কসের" খেলা তৈরী করেছিল এন টি এ। বা পরিক্ষক সংস্থা। এবার গেস মার্কস কিভাবে দিয়েছে সেটা পরিস্কার করে বলছে না। এদিকে দেখা যাচ্ছে ৬৭ জন ৭২০/৭২০ পেয়ে বসে আছে। যেখানে আগের বার ৭২০/৭২০ পেয়েছিল মোটে দুজন। তার আগের বার একজন ও না। এবার ৬৫০ পেলেও র‍্যাঙ্ক ৭০,০০০ এর পেছনে-যেখানে ওই মার্কসে হেঁসে খেলে আগের বার ৬০০০ এর মধ্যে থাকত।

যোগ্য ছাত্রছাত্রীরা এবার বঞ্চিত। তারা ভেঙে পড়েছে। আমি যা বুঝলাম এটা এত ব্যপক বেনিয়ম, সুপ্রীম কোর্ট এবারের নিট বাতিল করবেই। চিন্তা করার কারন নেই। যদি এবারের এক্সাম বাতিল না হয়, তাহলে ভারতে পড়াশোনাটাই তুলে দেওয়া উচিত।

আমি নানান ভিডিও, ব্লগ-আর খবর থেকে যেটুকু জেনেছি- সেটা আপনাদের কাছে তুলে দিলাম। যাতে ছাত্রছাত্রীরা চিন্তা না করে।

Комментарии

Информация по комментариям в разработке