রয়েল ফল |ছাদ বাগানে অরবরই গাছ লাগানোর নিয়ম | অরবরই | রয়েল ফল | Royal Fruit | Orboroy Fol | Royal fol

Описание к видео রয়েল ফল |ছাদ বাগানে অরবরই গাছ লাগানোর নিয়ম | অরবরই | রয়েল ফল | Royal Fruit | Orboroy Fol | Royal fol

আসসালামু আলাইকুম,,,,

ছাদে কিংবা বারান্দায়, ড্রামে রয়েল ফল বা অরবরই গাছ লাগানোর পদ্ধতি।
রয়েল ফল / অরবরই ফল চাষ।

অড়বরই ছোট অপ্রচলিত , টক ফল । বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ফল দেখা যায় । ফলটির ব্যাস ০.৫ থেকে ১ সেমি পর্যন্ত হতে পারে । দেখতে হাল্কা হলুদ রং এর এই ফল এর ত্বক খাঁজ কাটা থাকে । পৃথিবীর অনেক স্থানে অড়বরই গাছ লাগানো হয় সৌন্দর্য - বৃক্ষ হিসেবে । অড়বরই গাছ গুল্ম এবং বৃক্ষের মাঝামাঝি আকারের হয় , যা দুই থেকে নয় মিটার পর্যন্ত উঁচু হতে পারে । টক স্বাদের পাকা অড়বরই ঝাল - লবণ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ মজা লাগে ! এছাড়া এটা দিয়ে আচার , জুস , জেলি , চাটনি ইত্যাদিও তৈরি করা হয় । অনেকে এটা দিয়ে চমত্কার টক রান্না করেন বা ভর্তা তৈরি করেন । অড়বরইয়ের রস ভিনেগার তৈরিতে ব্যবহার করা হয় । গাছের কচিপাতা ভারত , ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে শাক হিসেবে রান্না করে খাওয়া হয় ।

অড়বরইয়ের রয়েছে অনেক ঔষধি গুণ-
লিভারের অসুখের টনিক বানানো হয় এর বীজ দিয়ে ।
পেটের অসুখ ও কৃমিনাশক হিসেবে এর বীজ ব্যবহার করা হয় ।
*অকাল বার্ধক্য রোধে ও ত্বকের রোগ প্রতিরোধে অড়বরইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছ।

পুষ্টিগুণ :
ভিটমিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ ফল।অড়বরই পাতার রস আমাশয় প্রতিষেধক ও বলকারক।অড়বরই ফলের রসের শরবত খেলে জন্ডিস , বদহজম ও কাশি হতে রক্ষা পাওয়া যায় । - হাঁপানি , কাশি , বহুমূত্র ও জ্বর নিরাময়ে এর বীচি ব্যবহার করা হয় । ছাদ বাগানে অড়বরই কলমের চারা লাগিয়ে বছরে দুই থেকে তিনবার অড়বরই ফলানো সম্ভব । আমার ভিডিওটি অনুসরন করে খুব সহজেই ছাদ বাগানে অড়বরই গাছের চাষ করা যাবে ।
Thanks for watching.
Subscribe for more videos .
#royal_fol
#রয়েল_ফল
#অরবরই
#star_gooseberry
#royal_fruit
#orboroi_fruit

Комментарии

Информация по комментариям в разработке