গীতা পাঠ করার নিয়ম || The holy Gita reading rules

Описание к видео গীতা পাঠ করার নিয়ম || The holy Gita reading rules

The rules for reading the Gita / Geeta or গীতা পাঠ করার নিয়ম or গীতা পাঠের নিয়ম or গীতা পাঠক্রম

হিন্দুধর্ম তথা সনাতন ধর্মের প্রধান দর্শন গ্রন্থ শ্রীমদ্ভগবত গীতা। আমরা অনেকেই গীতা অধ্যায়ন করে থাকি। আবার অনেকেই নিয়ম মাফিক গীতা না পড়লে পাপ হবার ভয়ে বা গীতা পড়ার নিয়ম না জানার অজুহাত দেখিয়ে গীতা জ্ঞানের অমৃতময় সুধা গ্রহণ করা থেকে বিরত হই। কেউ কেউ তো আবার সংস্কৃতের দুর্গম-দুর্ভেদ্য দুর্গ ভেদ না করতে পেরে বিফল মনোরথে পিছপা হয়ে যান। আবার কেউ সংস্কৃত শ্লোক না পড়ে শুধু বাংলা অর্থ পড়লে পুণ্য অর্জন হবে না এই অদ্ভ’ত কারণে গীতা স্পশর্^ও করেন না।

কিন্তু সত্য হচ্ছে যে, গীতা পড়তে গেলে আপনাকে কোন নিয়ম মানতে হবে না। আপনার সংস্কৃত জানারও কোন দরকার নেই। ভগবানের নাম স্মরণ করুন, গীতা গ্রন্থটি খুলুন এবং যেকোন পৃষ্ঠা থেকে পড়া শুরু করুন। ভগবান অবশ্যই আপনার মঙ্গল করবেন। কীভাবে পড়লেন সেটা কোন ব্যাপার না, গীতা জ্ঞান আহরণই আসল কথা।

তবে কোন অনুষ্ঠানে গীতা পাঠ করতে গেলে আপনার অবশ্যই একটা নিয়ম অনুসরণ করা উচিত। সেই নিয়মটি এবার ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে তুলে ধরছি।
নমস্কারের মাধ্যমে শুরু করুন:
প্রথম ধাপ- ওঁ তৎ সৎ
দ্বিতীয় ধাপ- শ্রীগুরু প্রণাম মন্ত্র:- ওঁ অজ্ঞান্ তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, চক্ষুরুন্মিলতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ॥
তৃতীয় ধাপ- ভগবান প্রণাম মন্ত্র:- ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরওয় পরমাত্মনে, প্রনতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ॥
চতুর্থ ধাপ- সরস্বতী-ব্যাসাদি প্রনাম মন্ত্র:- নারায়ণং নমস্ক্যৃ নরঞ্চৈব নরোত্তমম্ তেবীং সরস্বতীং ব্যাসং ততোজয়মুদিরয়েৎ॥
পঞ্চম ধাপ- ওঁ নমো ভগবতে বাসুদেবায়
ষষ্ঠ ধাপ- অথ শ্রীমদভগবদ্গীতা ৪র্থ অধ্যায়, জ্ঞানযোগ, ৩৮ ও ৩৯ তম শ্লোক
সপ্তম ধাপ- শ্রীভগবান্ উবাচ,
ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে ।
তৎ স্বয়ং যোগসংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি ॥৩৮॥
শ্রদ্ধাবান্ লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ ।
জ্ঞানং লব্ধ্বা পরাং শান্তিমচিরেণাধিগচ্ছতি ॥৩৯॥

অষ্টম ধাপ- বাংলা অনুবাদ:- ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানের ন্যায় পবিত্র ইহলোতে আর কিছুই নাই।
সংযতেন্দ্রিয় ও সাধন তৎপর শ্রদ্ধাবান্ ব্যক্তি এই জ্ঞান লাভ করে অচিরেই তিনি পরম শান্তির অধিকারী হন।
নবম ধাপ- নবম ধাপে গীতার 18টি পবিত্র নাম উচ্চারণ করবেন:
গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী,
অর্ধমাত্রা, চিদানন্দা, ভবঘ্নী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জরী

দশম ধাপ- যদ্ অক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ ভবেৎ পূণূং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ।
একাদশ ধাপ- ওঁ সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিদ্ দুঃখ ভাক্ ভবেৎ্।
সকলে সুখী হোন, নিরোগ হোন এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে।।
ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ।।

Комментарии

Информация по комментариям в разработке