সুপ্রীম কোর্টের বিচারকদের ‘বিচারপতি’ বলা হয় কেন? | Why are the Judges of the SC called Justice?

Описание к видео সুপ্রীম কোর্টের বিচারকদের ‘বিচারপতি’ বলা হয় কেন? | Why are the Judges of the SC called Justice?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের প্রধান বিচারপতি ব্যতীত সুপ্রীম কোর্টের আপীল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারকদের ‘বিচারক’ বা ‘Judge’ বলে উল্লেখ করা হলেও প্রচলিতভাবে সুপ্রীম কোর্টের বিচারকদের ‘বিচারপতি’ বা ‘Justice’ বলে অভিহিত করা হয়। এই বিষয়ে কেউ কেউ বলে থাকেন যে, এটি ঐতিহাসিক ভুলের ফসল। আবার কেউ কেউ এক কাঠি বাড়িয়ে এমন বলেন যে, নিজেদের ‘অধরা’ করে তোলার মানসে সুপ্রীম কোর্টের বিচারকেরা নিজেরাই ‘বিচারক’ বা ‘‘Judge’ শব্দটির পরিবর্তে নিজেদের নামের সাথে ‘বিচারপতি’ বা ‘Justice’ শব্দটি ধারণ করেছেন। আবার কেউ কেউ এমন বলেন যে, ভুলটা করা হয়েছে সংবিধানেই; অর্থাৎ সংবিধানে ভুল করত ‘বিচারক’ বা ‘Judge’ শব্দটি ব্যবহার করা হয়েছে! সংগত কারণেই এই প্রশ্নটি আসে যে, প্রকৃত রহস্যটা আসলে কী?

জি দর্শক, এই প্রশ্নটির অন্বেষণেই আমরা সাজিয়েছি আমাদের এই এপিসোডটি। আমরা আশা করি এপিসোডটি দেখার পর এই বিষয়ে আর কারোর মধ্যেই থাকবে না কোনো সংশয়। এপিসোডটি গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।

#LawTubeBD #Whycalledjustice #justice #judge #supremecourt #judges #legaleducation #lawstudents #Judgesofthesupremecourt

আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
   / @lawtubebd  

আমাদের ফেসবুক পেইজঃ   / lawtubebd  

Комментарии

Информация по комментариям в разработке