Bhindeshi Tara | ভিনদেশী তারা | Ashes | Zunayed Evan | Live in 2023 - Ashes Acoustic Concert

Описание к видео Bhindeshi Tara | ভিনদেশী তারা | Ashes | Zunayed Evan | Live in 2023 - Ashes Acoustic Concert

আমার রাত জাগা তারা "Bhindeshi Tara" ভিনদেশী তারা
Live in 2023 - Ashes Acoustic Concert

Amar Bhindeshi tara covered Ashas band
Live Concert 2023
Zunayed Evan

ভিনদেশী তারা
চন্দ্রবিন্দু ব্যান্ড
লিরিক্স- অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্জ

Lyrics
c
আমার রাত জাগা তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে
ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?
আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ি
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার আকাশ দেখা ঘুড়ি
কিছু মিথ্যে বাহাদুরি
আমার চোখ বেঁধে দাও আলো
দাও শান্ত শীতল পাটি
তুমি মায়ের মতোই ভালো
আমি একলাটি পথ হাঁটি
আমার বিচ্ছিরি এক তারা
তুমি নাও না কথা কানে
তোমার কীসের এত তাড়া?
রাস্তা পার হবে সাবধানে
তোমার গায় লাগে না ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো
তোমার গায়ে লাগে না ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো
রাখো শরীরে হাত যদি
আর জল মাখো দুই হাতে
Please ঘুম হয়ে যাও চোখে
আমার মন খারাপের রাতে
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী
আমার রাত জাগা তারা
তোমার আকাশ ছোঁয়া বাড়ি
আমি পাই না ছুঁতে তোমায়
আমার একলা লাগে ভারী

Комментарии

Информация по комментариям в разработке