কিয়ামতের মাঠে প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামে যাবে – আবু ত্বহা মোহাম্মদ আদনান
Description:
কিয়ামতের দিন হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও বিভীষিকাময় দিন। আল্লাহ তায়ালা সেই দিন সমগ্র মানবজাতিকে একত্রিত করবেন। তখন প্রতিটি মানুষ জানতে পারবে, তার গন্তব্য জান্নাত নাকি জাহান্নাম।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
👉 “আল্লাহ তায়ালা বলবেন, হে আদম! তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামের জন্য একটি দল বের করে আনো। আদম (আ.) জিজ্ঞেস করবেন: কতজন হবে? আল্লাহ বলবেন: প্রতি এক হাজারে নয়শত নিরানব্বই জন।” (সহীহ বুখারী, সহীহ মুসলিম)
এই কথা শুনে সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম ভয়ে কেঁপে ওঠেন। তারা কাঁদতে শুরু করেন, মনে করেন তারা সবাই জাহান্নামে যাবে। তখন রাসূল ﷺ তাদেরকে আশ্বস্ত করে বলেন—তোমরা চিন্তা কোরো না, কারণ ইয়াজুজ-মাজুজের সংখ্যা হবে অসংখ্য, তারা জাহান্নামের অধিকাংশ পূর্ণ করবে। আর তোমরা (উম্মতে মুহাম্মদ ﷺ) জান্নাতের মানুষদের মধ্যে অল্প হলেও বিশেষ মর্যাদা লাভ করবে।
📌 এই হাদীস আমাদের জন্য গভীর এক সতর্কবার্তা—
দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়,
এখানে আমাদের পরীক্ষা চলছে,
প্রতিটি কাজের হিসাব কিয়ামতের দিনে দিতে হবে।
👉 প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামে যাবে, আর মাত্র একজন জান্নাতে প্রবেশ করবে—এই কথা আমাদের মনে ভয় সৃষ্টি করার জন্য যথেষ্ট। তাই একজন প্রকৃত মুমিন কখনো গাফিল থাকতে পারে না। সে সবসময় আল্লাহর দিকে ফিরে আসে, নামাজে অবিচল থাকে, গুনাহ থেকে দূরে থাকে, আর প্রতিনিয়ত তওবা করে।
আবু ত্বহা মোহাম্মদ আদনান ভাই তার ওয়াজে বলেন—
“যে মানুষ আল্লাহকে ভুলে যাবে, সে দুনিয়ার চাকচিক্যে মগ্ন থাকবে, সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে না। কিন্তু যে আল্লাহকে ভয় করবে, নামাজ পড়বে, তাকওয়া অবলম্বন করবে, সে জান্নাতের অতি অল্পসংখ্যক সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে।”
🌸 তাই আমাদের উচিত—
প্রতিদিন আল্লাহর স্মরণে থাকা,
ছোট-বড় গুনাহ থেকে দূরে থাকা,
নামাজ, রোজা, যাকাত, হালাল উপার্জন ও সুন্নাহ আঁকড়ে ধরা।
🤲 আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে সেই অল্পসংখ্যক জান্নাতবাসীদের দলে অন্তর্ভুক্ত করেন, আর কিয়ামতের ভীষণ দিন আমাদেরকে তাঁর রহমতের ছায়ায় রাখেন। আমীন।
আবু ত্বহা মোহাম্মদ আদনান, কিয়ামতের দিন, জাহান্নামের শাস্তি, জান্নাতের নিয়ামত, ইয়াজুজ মাজুজ, ইসলামী আলোচনা, হাদীসের আলোকে কিয়ামত, ইসলামিক ওয়াজ, Abu Taha Mohammad Adnan, Qiyamah, Day of Judgement, Jahannam, Jannah, Islamic Reminder, Quran and Hadith, Islamic Talk, Islamic Motivation, Yaum al Qiyamah, Signs of Qiyamah, Akhirah
#আবু_ত্বহা_মোহাম্মদ_আদনান #কিয়ামত #জাহান্নাম #জান্নাত #ইয়াজুজমাজুজ #IslamicReminder #DayOfJudgement #Quran #Hadith #Akhirah #IslamicTalk #IslamicMotivation #আখেরাত #ইসলামিকভিডিও #ইসলামিকওয়াজ
প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামতের ভীতিকর দিনের স্মরণ আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তাই আসুন, আমরা সবাই একসাথে আল্লাহর আনুগত্যে জীবন গড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি Subscribe করুন
Информация по комментариям в разработке