কিডনীর নালীতে পাথর হওয়ার চিকিৎসা | Dr. SMA Alim, PHL

Описание к видео কিডনীর নালীতে পাথর হওয়ার চিকিৎসা | Dr. SMA Alim, PHL

প্রস্রাবের নালীতে পাথর হলে করণীয়
কিডনীর নালীতে পাথর হওয়ার চিকিৎসা | Dr. SMA Alim, PHL

#kidneydisease #kidneyhealth #kidneystone #medical #helth #doctoradvice #helthtips #disease
কিডনি পাথর আমাদের দেশে খুব সাধারণ একটি সমস্যা। অনেক ক্ষেত্রেই কিডনিতে পাথরের কোনো লক্ষণ না–ও থাকতে পারে। মেরুদণ্ডে ব্যথার জন্য নিয়মিত চেকআপের সময় অনেক ক্ষেত্রে ধরা পড়ে। কিডনির পাথরের জন্য ব্যথা হলে ওপরের পেটের অথবা নিচের পিঠের ডানে বা বাঁয়ে মাঝে মৃদু ব্যথা হতে পারে। লাল প্রস্রাব বা প্রস্রাবে হালকা রক্ত যাওয়া আরেকটি লক্ষণ। পাথর যদি প্রস্রাবের নালিতে নেমে আসে তাহলে ওপরের পেট-পিঠ থেকে কুঁচকির দিকে প্রচণ্ড ব্যথা হয় এবং সঙ্গে বমি, জ্বর ইত্যাদি থাকে। পাথর মূত্রনালি বা ইউরেটারে আটকে গেলে কিডনি ফুলে যায়। অনেক সময় ইউরোসেপসিস বা মারাত্মক সংক্রমণ হয়ে জীবনের ঝুঁকি দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে জরুরিভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে কিডনির পাথর অপসারণ করতে হবে ।
আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, সিটি স্ক্যান, ও আইভিইউ করে সহজে কিডনি পাথর নির্ণয় করা যায়। কিডনির পাথর অপসারণের নানান পদ্ধতি রয়েছে তবে সবচেয়ে কার্যকর ও আধুনিক পদ্ধতি (গোল্ড স্ট্যান্ডার্ড) হলো পিসিএনএল। এই পদ্ধতিতে ছোট একটি ছিদ্রের মাধ্যমে পিঠের দিক দিয়ে যেকোনো আকার ও প্রকৃতির পাথর ভেঙে ১০০ শতাংশ বের করা সম্ভব। উন্নত দেশগুলোর মতো আমাদের দেশেও এখন কিডনির পাথর পিসিএনএল পদ্ধতিতে বের করা হচ্ছে। এখন আর পেট কেটে কিডনি পাথরের সার্জারি করা হয় না বললেই চলে। তাই রোগীকে পুরো অজ্ঞান করারও প্রয়োজন হয় না এবং দুদিনেই বাসায় ফিরে যেতে পারেন। বিস্তারিত আলোচনা করছেন পেইন মেডিসিন বিশেষজ্ঞঃ
ডা: এস এম এ আলীম
এমবিবিএস; এমডি (ঢাকা মেডিকেল); এফআইপিএম(ভারত), ইডিপিএম (ইউকে, পার্ট- 1)
ফেলোশীপ ইন ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট (ভারত)
ফেলোশীপ MSK আল্ট্রাসোনোগ্রাম (ভারত)
ট্রেইন ইন লেজার সার্জারি এন্ড আকুপাংচার (চীন ও সিঙ্গাপুর)
পেইন ম্যানেজমেন্ট এন্ড ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ
বিভাগীয় প্রধান ও সিনিয়র কনসালটেন্ট,
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।
স্পেশাল ট্রেনিং- পেইন মেডিসিন (সিঙ্গাপুর), আকুপাংচার (চীন), আইএ (এপোলো হসপিটাল, ভারত), জাতিসংঘ মিশন (সুদান), লেজার সার্জারি (বিআইএলএসএইচ), পিজিটি (সার্জারি)
চীফ কনসালটেন্ট (ভিজিটিং)
প্রশান্তি হাসপাতাল লিঃ

ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করে অন্যদের জানতে সহায়তা করুন।😍😍😍

যোগাযোগের ঠিকানা :

প্রশান্তি হাসপাতাল লি:
৬ প্রশান্তি গলি, মালিবাগ মোড়, রাজারবাগ পুলিশ লাইন স্কুলের বিপরীতে, ঢাকা ১২১৭
যোগাযোগ : 01715222070, 01779029038
ইমেইল: [email protected]

সামাজিক মাধ্যম:
Facebook :   / dr.smaalim  
Proshanti :   / proshantihl  
Youtube :    / @dr.smaalim  

Комментарии

Информация по комментариям в разработке