আআসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগন মানব জীবনে দোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অতুলনীয় ও অপরিহার্য, কেননা!!!
قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباده وقال ايضا الدعاء هو العباده
রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মগজ। তিনি আরও বলেছেন, দোয়াই ইবাদত। (বুখারি ও মুসলিম)।
قال رسول الله صلى الله عليه وسلم من لم يسال الله يغضب عليه
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন।’ (তিরমিজি, খণ্ড: ৫, পৃষ্ঠা: ৪৫৬, হাদিস নম্বর: ৩৩৭৩)।
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যার জন্য দোয়ার দ্বার খোলা হয়েছে (অর্থাৎ যার দোয়া করার তাওফিক হয়েছে) তার জন্য রহমতের দ্বার খোলা হয়েছে।
আমাদের অনেকেরই অভিযোগ যে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না
সুতরাং আমাদের জন্য দোয়া কবুল হওয়ার সময় গুলো জানা অত্যন্ত জরুরী, তাই আজ আমি আলোচনা করব যে ২১ সময় দোয়া কবুল করা হয় ,
ফিরিয়ে দেওয়া হয় না তা সম্পর্কে, সুতরাং না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন
১। সিজদার সময়,দোয়া কবুল করা হয় (মুসলিম: ৪৮২)
২। আজানের শেষে,দোয়া কবুল করা হয়
(আবু দাউদ: ৫২৪)
৩। ফরজ সালাতের পর,কবুল করা হয় (তিরমিজি: ৩৪৯৯)
৪। শেষ রাতে,দোয়া কবুল করা হয়
(বুখারী: ১১৪৫)
৫। আজান ও ইক্বামতের মধ্যবর্তী সময়,দোয়া কবুল করা হয় (আবু দাউদ: ৫২১)
৬। যুদ্ধরত অবস্থায় ও বৃষ্টির সময়,কবুল করা হয় (আবু দাঊদ: ২৫৪০)
৭। রুকূ থেকে উঠার সময় ও উঠার পর দুয়া,কবুল করা হয় (বুখারী: ৭৯৬,৭৯৯)
৮। জমজমের পানি পান করার সময়,দোয়া কবুল করা হয় (ইবনু মাজাহ: ৩০৬২)
৯। আজানের সময়,দোয়া কবুল করা হয় (সিলসিলা সহিহাহ: ১৪১৩)
১০। দুয়া ইউনুস পড়লে,দোয়া কবুল
করা হয় (তিরমিজি: ৩৫০৫)
১১। কারও মৃত্যুর পর,দোয়া করলে কবুল করা হয় (মুসলিম: ৯২০)
১২। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার সময়,দোয়া কবুল করা হয় (মুসলিম: ৩৯৫)
১৩। ফেরেশতাদের সাথে মুসল্লির আমীন মিলে গেলে, দোয়া কবুল করা হয় (বুখারী: ৭৮০)
১৪। নামাজে সালাম ফেরানোর আগে,দোয়া কবুল করা হয় (আবু দাঊদ: ১৪৯৫)
১৫। ওযূর পর কালিমা শাহাদাত পাঠে দোয়া কবুল করা হয় (মুসলিম: ২৩৪)
১৬। আরাফার দিন,দোয়া কবুল করা হয় (তিরমিজি:৩৫৮৫)
১৭। মোরগ ডাকার সময়,দোয়া কবুল করা হয় (বুখারী: ৩৩০৩)
১৮। লাইলাতুল কদরের দুয়া,কবুল করা হয় (তিরমিজি: ৩৫১৩)
১৯। রাতে ঘুম থেকে উঠে নির্দিষ্ট দুয়া,কবুল করা হয় (বুখারী:১১৫৪)
২০। সালাতের শুরুতে বিশেষ দুয়া পড়লে, দোয়া কবুল করা হয় (মুসলিম: ৬০১)
২১। জিলহজ্ব মাসের দশ প্রথম দিনে, দোয়া কবুল করা হয় (বুখারী: ৯৬৯)
হে আল্লাহ, আমাদের দোয়া গুলো কে কবুল করে নিও, এবং আমাদেরকে দোয়া কবুল হওয়ার সময়,দোয়া করার তৌফিক দান করুন
আমিন
#দোয়া
#dua
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Информация по комментариям в разработке