আবহমান বাংলার অবিচ্ছেদ্য অংশ রাধাকৃষ্ণের প্রেম। রাধাকৃষ্ণের প্রেমের স্বরূপ তুলে ধরা হয়েছে ‘আমি তোরে ডাকি রাই ‘ গানটিতে। কথা-প্রধান এই ধারার গানকে আধ্যাত্মিকতায় রূপ দিয়েছে বৈষ্ণব কবিগণ। সে অর্থে এটি একটি বৈষ্ণব পদ।
কিছু কথা :
আপনাদের জানাই সাদর-সম্ভাষণ। গান, কবিতা, নাটক, শিল্প-সাহিত্য, সমাজ-সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে Moin Muntasir চ্যানেলের ‘আমি তোরে ডাকি রাই’ শিরোনামের গানটি তৃতীয় প্রযোজনা। চ্যানেলটি মানুষে মানুষে সৌহার্দ্যপূর্ণ একটি সাম্যবাদী পৃথিবী গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদী।
ফেসবুক পেইজ :
/ মঈন-মুনতাসীর-105159151902649
গান : আমি তোরে ডাকি রাই
কথা ও সুর : মঈন মুনতাসীর (Moin Muntasir)
আমি তোরে ডাকি রাই-
ঘনঘন আঁখিটাই-
ক্ষণে ক্ষণে কাঁপিতেছে ক্যানে
আমি তো বুঝি না
বিচ্ছেদের মূর্ছনা
হৃদয়ে বাজিতেছে ক্যানে
ও বধূ রাই-
ক্ষণে ক্ষণে কাঁপিতেছে ক্যানে।।
নিশীথে পিরিতের পরাগও মাখি
অথচ বুকের ভেতর কু-ডাকে পাখি
আমি তোর প্রাণও পতি
বুঝি না মতিগতি
লোকে তোরে কলঙ্কিনী জানে!
ও বধূ রাই-
ক্ষণে ক্ষণে কাঁপিতেছে ক্যানে।।
মথুরাতে যাসনে রাধে যাসনে যমুনায়
উঠিস না আর ছলাকলায় বনমালীর নায়
আমারে দেখিয়া কালা
বাড়াইলো মনঃজ্বালা
মিটিমিটি হাসিতেছে ক্যানে!
ও বধূ রাই-
ক্ষণে ক্ষণে কাঁপিতেছে ক্যানে।।
#রাধাকৃষ্ণ, #মঈন মুনতাসীর, #radhakrishna, #moinmuntasir, #boishnob, #gitika, #বৈষ্ণব, #গীতিকা, #আঁখি, #akhi, #biroho, #jamuna, #mothura, #vrindaban, #brindaban, #kala, #krishna, #radha, #বিরহ, #যমুনা, #মথুরা, #বৃন্দাবন, #কালা, #কৃষ্ণ, #রাধা,
বিশেষ দ্রষ্টব্য :
গানের কথা , সুর ও ভিডিও মঈন মুনতাসীর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। লিখিত অনুমতি ব্যতিত কোনো প্রকার কপি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।
গণমানুষের কল্যাণে চ্যানেলটি কাজ করছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
Информация по комментариям в разработке