বোলপুরের কাছে ইটন্ডা গ্রামের অজানা ইতিহাস । HISTORY OF ITANDA

Описание к видео বোলপুরের কাছে ইটন্ডা গ্রামের অজানা ইতিহাস । HISTORY OF ITANDA

সবার প্রিয় শান্তিনিকেতন বোলপুরের খুব কাছেই মাত্র ১৫ কিমি দূরেই রয়েছে বাইরের পৃথিবীর কাছে প্রায় অপরিচিত একটি ছোট্ট গ্রাম – নাম, ইটন্ডা। আশ্চর্য হলেও সত্যি যে ২০০ বছর আগে এই গ্রামে রাষানন্দ সাধু ও গদাধর পাইন নামক দুই স্থানীয় জমিদার এই গ্রামে তেরী করিয়েছিলেন এমন কিছু মন্দির যা বাংলার প্রায় সবকটি মন্দির স্থাপত্যের প্রতিনিধিত্ব করে। হাতের কাছে এমন একটা রত্নখচিত জায়গা অবশ্যই দেখা উচিৎ সক্কলের।

বোলপুরের চৌরাস্তা থেকে বেশ কিছু বাস পাবেন সরাসরি ইটন্ডা যাওয়ার। নচেৎ বোলপুর থেকে বাসে পালিতপুর রোডের ওপর নিমতলা মোড়ে নেমে সেখান থেকে টোটোয় যাবেন। বোলপুর থেকে টোটো রিজার্ভ করে গেলে সুবোধকে (৮৫০৯৬১০৫৬৬) যোগাযোগ করতে পারেন শ পাঁচেক টাকায়। নিজের গাড়িতে গেলে গুগল ম্যাপ বা ভবঘুরে vlog ফলো করুন।

ইটন্ডায় কোনো থাকা বা খাওয়ার জায়গা নেই। তাই সেসব কাজ বোলপুরেই সম্পূর্ণ করে নিন। ঘুরে আসুন গ্রামের পথে পথে, ভাল লাগবে। আর vlog ভাল লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন চ্যানেলটি।

ভবঘুরের ফেসবুক পেজ ফলো করুন - https://www.facebook.com/profile.php?...

Комментарии

Информация по комментариям в разработке