বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে র ব্যাক্তিগত জীবন এর অজানা কাহিনী | Birendra krishna bhadra | জীবনী | Bangla

Описание к видео বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে র ব্যাক্তিগত জীবন এর অজানা কাহিনী | Birendra krishna bhadra | জীবনী | Bangla

প্রতিবছর তাঁর কন্ঠস্বরে ভেসে আসে আগমনীর বার্তা, পুরোনো ফুল ঝরে গিয়ে ফোটে নতুন ফুল, নীল আকাশে খুশির আমেজ মিশে ভেসে বেড়ায় সাদা তুলোর মতো মেঘ, ঘরে ঘরে দরজায় কড়া নেড়ে জানান দেয় মা আসছেন...। মা দুর্গার পুজো প্রথম যাঁর সুমধুর কন্ঠস্বরের স্তোত্র পাঠ দিয়ে শুরু হয় তিনি হলেন সর্বাধিক পরিচিতি (বিশেষত বাঙালীর কাছে) বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। ইনি ছাড়া দুর্গা পুজো অসম্পূর্ণ, একদম ভাবাই যায় না।১৯০৫ সালের ৪ অগস্ট উত্তর কলকাতায় আহিরীটোলায় জন্মগ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। তাঁর পিতা রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র ও মা সরলাবালা দেবী। পরবর্তীকালে, ঠাকুমা যোগমায়া দেবীর কেনা ৭, রামধন মিত্র লেনে উঠে আসেন তাঁর পরিবারবর্গ। কালীকৃষ্ণ ভদ্র ছিলেন বহুভাষাবিদ। তিনি ১৪টি ভাষা জানতেন। বাংলা সাহিত্য জগতে তিনি হয়ে উঠেছিলেন এক পরিচিত ব্যক্তিত্ব। ১৯২৭ সালে তিনি "রায়বাহাদুর" খেতাব পান। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ১৯২৬ সালে ইন্টারমিডিয়েট ও ১৯২৮ সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন।তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। কলকাতার বাসিন্দা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পঙ্কজকুমার মল্লিক ও কাজী নজরুল ইসলামের সমসাময়িক ১৯৩০-এর দশক থেকে সুদীর্ঘকাল অল ইন্ডিয়া রেডিও-য় বেতার সম্প্রচারকের কাজ করেছেন। কলকাতার আকাশবাণীর অত্যন্ত সুপরিচিত মুখ তিনি। রেডিও ছিল তাঁর প্রাণ। আকাশবাণীর জন্য তিনি তাঁর জীবনের শেষ টুকু অবধি দিয়েছিলেন। তিনি একাধিক নাটক রচনা ও প্রযোজনাও করেন। এমনকি নিজেও পরিচালনা ও অভিনয় করেছেন। ১৯৫৫ সালে 'নিষিদ্ধ ফল' নামে একটি চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেছিলেন তিনি।
#viralvideo
#biography
#personality
#jiboni
#bangla
#birendrakrishnabhadra
#bengaliliterature
#theater

Комментарии

Информация по комментариям в разработке