ছুফি শাহেনশাহ আল হুসাইনী কাদেরী, খাদেমুল ফোক্বারা ও সাজ্জাদানশিন, দরবারে বাজমে হুসাইনী খানকায়ে গিয়াসীয়া, মিরপুর, ঢাকা - মহান নবী দিবস উপলক্ষ্যে রাজধানীর বিএমএ অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন।
.
.
.
Holy Prophet's Day - August 29 (Socio-Religious Awareness Growing Global Event). It is to commemorate the Appearance day of Holy Prophet Mohammed (pbuh), 29 August, 570 AD, according to solar calendar year.
.
মওলা নবী হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (দ.) ইহজগতে শুভাগমনের দিন ২৯ আগস্ট ৫৭০ইং স্মরণে মহান নবী দিবস ২০২৫ইং এবারো প্রতি বছরের ন্যায় দিনব্যাপী আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে দেশের রাজধানী ঢাকায় প্রথমবারের মত।
.
২৯ আগস্ট মোতাবেক ১২ রবিউল আউয়াল ৫৭০ইং সোমবার স্মরণে:
এবছর শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ইং, ১৪৫৫তম সৌরবার্ষিক এবং ০৪ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী, ১৫০০ তম চান্দ্রবার্ষিক মহান আবির্ভাব দিবস উদযাপিত হলো।
.
দিবসের কর্মসূচির অংশ হিসাবে
জুমা আদায়ের পর পর সমাজের সর্বস্থরের জনসাধারনের অংশগ্রহনে এক বর্ণাঢ্য আনন্দ রেলী বের হয়। উক্ত মহান নবী দিবস (দ.)’র র্যালী নিয়ে নবী প্রেমিক- আশেকে রাসুলগণের উৎসাহ তৎপরতা উদ্দিপনার বাঁধভাঙ্গা জোয়ার ছিলো লক্ষ্যনীয়। র্যালীটি জুমার পর পর হাইকোর্ট মাজার তথা হযরত শারফুদ্দিন চিস্তী (র.)’র মাজার প্রাঙ্গন হতে শুরু হয়ে জাতীয় ঈদগাহ ও প্রেসক্লাবের সামনের পথ প্রদক্ষিণ করে বিএমএ অডিটরিয়ামে এসে শেষ হয়।
.
এরপর শুরু হয় মহান নবী দিবস সেমিনার।
.
সেমিনারে রাহে ভাণ্ডার সিলসিলার মুখপত্র “নকশার সন্ধানে’ এর ২৬তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
.
সভাপতিত্ব করেন: মহান নবী দিবস- ২৯ আগস্টের প্রবক্তা- হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.), পীর ছাহেব, ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফ
উদযাপন পরিষদের মহাসচিব শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডুর উপস্থাপনায় সেমিনারে উপস্থিত ছিলেন:
.
হযরত শাহছুফি ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী (মা.), সম্মানিত অধ্যাপক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিটিপি’র প্রেসিডিয়াম মেম্বার শাহ ছুফি সৈয়দ আলী রেজা পাহলভী হায়দার (রয়েল হায়দারী) (মা.), সাজ্জাদানশীন, হায়দারী দরবার শরিফ, পাগাড়, টংগী, গাজিপুর
হযরত শাহছুফি দলীলুর রহমান রাজাপুরী (মা.), পীর ছাহেব, রাজাপুর দরবার শরিফে, কুমিল্লা।
বিটিপি’র সহ সভাপতি শাহ ছুফি দ্বীন মোহাম্মদ চিশতী নিজামী (মা.), সাজ্জাদানশীন, চিস্তিয়া নিজামিয়া দরবার শরিফ,
বিটিপি’র প্রেসিডিয়াম মেম্বার আল্লামা মুফতি মোখতার রেজা মাছুমী (মা.), সাজ্জাদানশিন, মাছুমীয়া দরবার শরীফ, সখিপুর, শরীয়তপুর
বিটিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডেমরাস্থ চিশতীয়া খানকাহ শরিফের পরিচালক শাহ ছুফি মোঃ শামসুল আলম চিশতী (মা.)
আলহাজ্ব মাওলানা আলমগীর হোসাইন যুক্তিবাদী (মা.), বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম সম্পাদক এবং পীর ছাহেব, নূরে মদিনা পাক দরবার শরিফ, যাত্রাবাড়ি, ঢাকা
বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মোস্তাক আহমেদ,
দেওয়ানবাগ দরবার শরিফের নেতৃত্বপ্রদানকরী মহান ঈমাম ডাঃ কুদরতে এ খোদা (মা.)’র পক্ষ হতে শুভেচ্ছাবার্তা নিয়ে উপস্থিত হন উক্ত দরবারের মুখপাত্র জনাব আফতান জিলানী
হযরত মাওলানা সাজ্জাদ হোসেন রনি চিস্তিী (মা.)
বিটিপি’র যুগ্ম সম্পাদক শাহ ছুফি হযরত আমিনুল এহসান ফেরদৌস (মা.), পীর ছাহেব, ক্বদমিয়া আলিয়া দরবার শরিফ, মিরপুর, ঢাকা।
বিটিপি’র বার্তা সম্পাদক শাহ সুফী খাজা নিজাম চিস্তি (মা.), সাজ্জাদানশীন, চনপাড়া দরবার শরিফ, ডেমরা,
বিটিপি’র অর্থ সম্পাদক শাহজাদা হযরত হাবীবুন্নবী হাই কখশি (মা.), হাই বখশি দরবার শরিফ, চান্দিনা, কুমিল্লা।
বিটিপি’র মুন্সিগন্জ জেলা আহবায়ক সৈয়দ আজিম হোসাইন চিস্তি (মা.), চিস্তিয়া পাক পান্জাতন দরবার শরিফ
বিটিপি’র কেন্দ্রীয় সিনিয়র সদস্য হযরতুলহাজ্ব শাহ ছুফি ছৈয়দ আবুল হাশেম শাহ মাইজভান্ডারী (মা.), সাজ্জাদানশিন, উজির আউলিয়া দরবার শরিফ, কখুরখীল, বোয়ালখালী, চট্টগ্রাম।
শাহছুফি হযরত কদম আলী ফকির চিশতি (মা.), পীর ছাহেব, সাঈদ শাঁহী খানকা শরিফ, খাজা মাইনুদ্দিন চিশতি বাই লেইন, মদিনাবাদ, লবনচরা, খুলনা।
ছুফি শাহেনশাহ আল হুসাইনী কাদেরী, খাদেমুল ফোক্বারা ও সাজ্জাদানশিন, দরবারে বাজমে হুসাইনী খানকায়ে গিয়াসীয়া, মিরপুর, ঢাকা,
বিটিপি ওলামা পরিষদের মহাসচীব ইন্দ্রকাঠি দরবারের পীর হযরত মাওলানা মহিউদ্দিন মিজানী (মা.)
হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মো. আমিনার রহমান (বাদশা) নারায়নগঞ্জী, পীর ছাহেব, নারায়ণগঞ্জ পাক দরবার শরিফ, তেঁতুলিয়া, পঞ্চগড়
এবং আরও অনেকে।
.
সর্বিক সমন্বয় ও গ্রন্থনায় ছিলেন:
শাহ মিডু, কেন্দ্রীয় আহ্বায়ক, বাংলাদেশ তরিকত যুব পরিষদ (বিটিপি)
.
এর উদ্যোক্তা ও আয়োজক হিসাবে ২০১৩ সাল থেকে মৌলিক ভূমিকা রেখে যাওয়া হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ ( হাফেজাহুল্লাহ বিশ্বানে ওয়াত্তাকরিম ) হলেন: গ্রান্ডশায়েখ, রাহে ভান্ডার সিলসিলা | সাজ্জাদানশিন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরীফ | প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) | প্রবর্তক, মহান নবী দিবস (২৯ আগষ্ট) | প্রতিষ্ঠাতা, রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড | আয়োজক: মহাত্মা সম্মেলন, চার দিনব্যাপী মহান ওরছে আকবর এবং ওরছে হায়াতী | প্রতিষ্ঠাতা, সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসা |
.
.
Observed Holy Prophet's Day | August 29, 2025 | মহান নবী দিবস | Tag des Propheten | jour du prophète | يوم النّبي | نبي کے دن | روز پیامبر | صلى الله عليه وآله وسلم
.
উদযাপিত হল মহান নবী দিবস - ২৯ আগস্ট, ২০২৫ইং।
সাল্লাল্লাহু আলাইহে ওয়া আলেহি ওয়াসাল্লাম।
.
.
.
.
.
পোষ্ট সম্পাদনায়:
শাহ মিডু,
পীরে তরিকত হযরত ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)’র ব্যক্তিগত সচিব ও অফিসিয়াল পেইজের এডমিন। যোগাযোগ: ওয়াটসএপ 008801714041500
.
.
.
.
Информация по комментариям в разработке