‘নির্বাচন কমিশনকে সরকারের লেজুড়ভিত্তিক কমিশন’ উল্লেখ করেন খেলাফত মজলিসের আমির ও ২০ দলীয় জোটের শীর্ষনেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক বলেছেন, ‘বর্তমান সরকারের অধিনের এই কমিশনে আমাদের আস্থা নেই। এ কারণে কমিশন পুর্নগঠন করতে হবে।’
তিনি এও বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের একটি জালেম সরকার। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হবেই হবে।’
২২ জানুয়ারী ২০১৮, সোমবার ওসমানীনগর উপজেলার দয়ামীর উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জের একাংশ) আসনে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন উল্লেখ করে বয়োজ্যেষ্ঠ এই রাজনীতিবীদ আরো বলেন, ‘জনসমর্থন বিবেচনায় ২০ দলীয় জোটের কাছে আমাদের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য চাইবো। তাকে যেভাবেই হোক এই আসনে জোটের প্রার্থী করা হবে।’
ওসমানীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে এবং ওসমানী নগর উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা শুয়েব আহমদ ও বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা হোসাইন আহমদ মিসবাহর যৌথ পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, ‘খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষের মুক্তি সম্ভব নয়। এ কারণে মানবতার কল্যাণের জন্য মহানবী (সা.)-এর শেখানো পথের মাধ্যমে মানুষের মুক্তির কাজে লিপ্ত থাকবে খেলাফত মজলিস।’ তিনি বলেন, খেলাফত মজলিস ২০ দলীয় জোটের সাথে রয়েছে, থাকবেও। তবে কেন্দ্রীয় নির্দেশনার প্রেক্ষিতে আগামী দিনে দুর্নীতিমুক্ত উন্নয়ন, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাফত মজলিস সিলেট-২ আসনে নির্বাচন করবেই করবে।’ এজন্য তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি সৈয়দ মাওলানা মুশাহিদ আলী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তুফাজ্জল হোসেন নিয়াজী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বেলাল, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, জেলার সহ সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, মাওলানা ওলিউর রহমান, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, জেলা অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, জেলা সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ছৈইদুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ আবদাল, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম আশিক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহ উদ্দিন মিছলু।
বক্তব্য রাখেন- ছাত্রনেতা জাকির হোসেন, বেলাল আহমদ চৌধুরী, মোহাম্মদ শাহীন, মজলিস নেতা খালেদ আহমদ, সালমান আহমদ, রায়হান আহমদ, আবু বকর, মুহাম্মদ মুজাক্কিও হোসেন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা শাহীনুল হক, মাওলানা আব্দুল আজিজ সায়েক, সালেহ আহমদ, মাওলানা নজরুল ইসলাম, ছোরাব উদ্দিন প্রমুখ।
Информация по комментариям в разработке