বিডিকলিং আইটিতে অভিজ্ঞতা অর্জনের সুযোগ, আইটি খাতে অপার সম্ভাবনা | Freelencing | bdCalling

Описание к видео বিডিকলিং আইটিতে অভিজ্ঞতা অর্জনের সুযোগ, আইটি খাতে অপার সম্ভাবনা | Freelencing | bdCalling

যেকোন কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য অভিজ্ঞতার বিকল্প নেই। বর্তমান সময়ে সবাই চায় সফলতা, আর কোন প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের উপর। যেকারণে বর্তমানে প্রায় সব চাকরিতেই চাকরিদাতারা খোঁজেন অভিজ্ঞতা।

একবার ভাবুন তো, কিছুদিন হলো আপনি পড়াশোনা শেষ করেছেন, জীবনের প্রথম চাকরির প্রস্তুতি নিচ্ছেন। সেক্ষেত্রে অভিজ্ঞতার ঝুলি একেবারেই শূন্য। এই অবস্থায় অভিজ্ঞতাহীন আপনি যদি চাকরিই না পান, তবে কোথায় হবে সেই অভিজ্ঞতা!

অভিজ্ঞতা নামক সোনার হরিনের কারণে অসংখ্য মেধাবী তরুণরাই যখন হতাশায় ডুবছে, বিডিকলিং আইটি লিমিটেড তখন দারুণসব সুযোগ-সুবিধা নিয়ে পাশে দাঁড়িয়েছে। মাত্র তিন মাসের ইন্টার্নশীপেই কাজ শেখাসহ অভিজ্ঞতা সার্টিফিকেট নেওয়ার সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

Комментарии

Информация по комментариям в разработке