চট্টগ্রামের সিআরবি তে বৃক্ষমেলা । Tree fair at Chittagong CRB । নানা জাতের ফুল- ফল চারার মেলা
লাখ টাকার বনসাঁই থেকে ১০ টাকার চারা মিলছে চট্টগ্রামের বৃক্ষমেলায়
নানা জাতের ফুল ও ফলের গাছ, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির চারা বিক্রির জন্য আনা হয়েছে স্টলগুলোতে। বনজ, ফলদ, ঔষধি গাছ কিংবা ঘর সাজানোর অর্কিড, বনসাই সব ধরনের গাছ আছে এই মেলায়। ক্রেতারা আসছেন দেশি-বিদেশি ফুলের নানা জাত খুঁজে নিতে। ছোট-বড়, নারী-পুরুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, স্কুল–কলেজের শিক্ষার্থীরা সবাই ঘুরতে আসছেন মেলায়। ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ শিরোনামে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। মেলায় গাছ কিনতে এসে শিক্ষার্থী নুসরাত সুলতানা মিম বলেন, করোনার কারণে মেলা হয়নি। এখন প্রকৃতি প্রাণ ফিরে পেয়েছে। মেলা ঘুরে চেনা অচেনা নানা প্রজাতির ফুল ও ফলের গাছ দেখতে পাওয়া যাবে। এখানে এলেই মন ভালো হয়ে যাবে। পরিচিত হওয়া যাবে উদ্ভিদ রাজ্যের সঙ্গে। তিনি আরও বলেন, ঘর সাজানোর জন্য অনেকেরই পছন্দ টব কিংবা বনসাঁই। ফ্ল্যাট বাড়ির ছোট জায়গায় সবুজের ছোঁয়া আনতে গাছ লাগানো যায়। কোনো কোনো গাছের রয়েছে ওষুধি গুণ আবার কোনো গাছ বয়ে আনে সৌভাগ্য আর প্রাচুর্য। টবে লাগানো যায় পিস লিলি, গোলাপ, অর্কিড, ক্যাকটাস, তুলসী ইত্যাদি। চট্টগ্রাম বন বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে নগরীর সিআরবি শিরিষ তলা মাঠে এই বৃক্ষমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, মেলা উদ্বোধনের আগে বর্ণাঢ্য র্যা লি সিআরবি থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আরেক দর্শনার্থী তৌফিক ইফতেখার বলেন, মেলায় দেখা গেছে ডুরিয়ান, অলিভ, কাউ, পিচ, কিউই ফল, অ্যাভোকেডো, আলমন্ডা, ড্রাসিনা, চেরী ফল, পার্সিমন ফল, ড্রাগন, ট্যাং ফল, অ্যাপ্রিকট ফল, আদা জামির, স্ট্রবেরি পেয়ারা, বিলাতি গাব, রাম্বুটান, জয়ফল, সাদা নাশপতি, রাবাবা, মাল বেরি, লোকাট ফল, এবিউ ফল কালোজাম, সাতকরা, সফেদা, কদবেল, আতা, কুল, বড়ই, ডালিম, করমচা, বেল, জাম্বুরা, কাঁঠাল, লাল কাঁঠাল, চাম কাঠাল, ডুমুর, কাজু বাদাম, জবা ফুল, ম্যান্ডেভিলা, ফুল, হাসনাহেনা, পলাশ, কনকচাপা, বাসন্তি, মালতী, নয়নতারা, আঁশফল, ঘৃতকুমারী, লটকনসহ নাম জানা-অজানা হাজারো ফল ও ফলের দেশি-বিদেশি গাছ। বৃক্ষমেলায় প্রায় অর্ধশত নার্সারী এবং বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে। মেলায় লাখ টাকা দামের বনসাঁই থেকে শুরু করে ১০-২০ টাকা দামের বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষের চারা পাওয়া যাচ্ছে। মেলা উদ্বোধনের পর থেকেই বৃক্ষপ্রেমি মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। ১৭ আগস্ট পর্যন্ত এই বৃক্ষমেলা চলবে বলে জানিয়েছে বন বিভাগ।
#চট্টগ্রামের_সিআরবিতে_বৃক্ষমেলা #Tree_fair_at_Chittagong_CRB #নানা_জাতের_ফুল_ফলের_চারার_মেলা #Move_With_Sarwar
✅ Please subscribe my channel & press the bell icon to get the notifications of my New videos 🔥
Disclaimer
==========
This channel may use some copyrighted materials without specific authorization on the owner but contents used here falls under the "fair use''
copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for ''fair use'' for purposes such as criticism, comment, news reporting, teaching research and scholarship. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing, non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Информация по комментариям в разработке