Pond Preparation and Maintenance ( রেনু চাষের জন্য পুকুর প্রস্তুতি ও তার পরিচর্যা )

Описание к видео Pond Preparation and Maintenance ( রেনু চাষের জন্য পুকুর প্রস্তুতি ও তার পরিচর্যা )

Pond Preparation :
Preparing Renu's pond is not a difficult task but there are some things that should be kept in mind . The edge of the pond should be well protected. There should be no bushes. The slope of the pond should not be steep. If the slope of the shore is higher than that, the fish pollen will be able to rest on slopes depending on its age, its needs and all its capabilities .The depth of the pond should be 3 and a half to 4 feet. Many people talk about two to three feeds but due to the high temperature it would be best to be 3 to 4 feet. This will meet the oxygen demand of the fish and the fish will be stress free. One to two kg of lime should be applied 7 to 8 days before leaving Renu. Lime must be confused and never buy dusted lime from the market, buy only the lime that is in the form of pieces. Renu pond should be given iron free fresh water. 48 hours before the release of Renu, the medicine of Cypermethrin group should be lost 0.2 ml in 100 feet of water. This dose should be repeated every 7 to 10 days for 3 to 4 weeks. How much can be left in the pond without Renu? Since we will feed Renu from outside, 30 to 40 grams of Renu can be given per century. Let me say one thing here, there is no need for an aerator in Renu's pond. You must take quality renu without cheap renu. If you can, look at the brooder and collect it. And take from any hatchery trusted. The amount of food left in the pond is exactly the same amount of food should be given to the pond and on the first day give flour as food and then you will give 30 to 40 percent protein rich powder food. Who will divide the total food that you will give into the pond into three parts. Carp should be fed in the morning, noon and afternoon but catfish should be fed in the evening, night and morning. After 7 to 10 days, the food should be increased by 25 percent. If food is applied in this way, Renu will be in a good size in 25 to 30 days.In Renu's pond we are fed with high protein rich food which can cause gas in the bottom of the pond. To prevent this gas, you have to pull the hors every three to four days.Palm leaves can be given in the pond to protect Renu from extreme temperatures and rains. If palm leaves are not available, water hyacinth can also be given.After leaving Renu, many of us start trying to see Renu with towels. It should never be done.

রেনুর পুকুর প্রস্তুত করাটা বিশেষ কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো মনে রেখে কাজ করা উচিত I পুকুরের পাড় ওয়েল প্রটেক্টেড হতে হবে ঝোপ ঝাড় জঙ্গল যেন না থাকে পুকুরের পাড়ের চারদিকে নেট দিতে হবে যাতে সাপ ব্যাঙ ইঁদুর এগুলো থেকে রেহাই পাওয়া যায় I পুকুরের ঢাল যেন খাড়া না হয় পাড়ের ঢালু তার বেশি হলে মাছের রেনু তার বয়স তার চাহিদা এবং তার সব ক্ষমতার ওপর নির্ভর করে ঢালুতে এসে রেস্ট নিতে পারবে এতে মাছের রেনু খুব ভালো টেকসই হবে I পুকুরের গভীরতা সাড়ে 3 থেকে 4 ফিট হওয়া উচিত । অনেকেই দুই থেকে তিন ফিডের কথা বলে থাকেন কিন্তু তাপমাত্রা বেশি হওয়ার দরুন সাড়ে 3 থেকে 4 ফিট হওয়াটাই বেস্ট হবে । এতে মাছের অক্সিজেন চাহিদা মিটবে সাথে মাছ চাপ মুক্ত থাকবে। রেনু ছাড়ার 7 থেকে 8 দিন আগে এক থেকে দুই কেজি হারে চুন দিতে হবে । চুন অবশ্যই গুলিয়ে দেবেন এবং বাজার থেকে কখনোই ডাস্ট করা চুন কিনবেন না, টুকরো আকারে যে চুন থাকবে সেটাই কিনবেন । রেনুর পুকুরে আয়রন মুক্ত ফ্রেশ জল দিতে হবে । রেনু ছাড়ার 48 ঘণ্টা আগে সাইপারমেথ্রিন গ্রুপের মেডিসিন শতক ফুট জলে 0.2 এমএল হারিয়ে দিতে হবে ।মেডিসিনটি জলে ভালো করে গুলিয়ে পুকুরের চারদিকে ছিটিয়ে দিলে হাসপোকা সহ বিভিন্ন ধরনের পোকা আর থাকবে না । 7 থেকে 10 দিন পর পর এই ডোজটি আবার দিতে হবে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত। পুকুরে কি পরিমান রেনু ছাড়া যাবে ? যেহেতু আমরা রেনুকে বাইরে থেকে খাবার দেবো , সেহেতু শতকে 30 থেকে 40 গ্রাম পর্যন্ত রেনু দেওয়া যেতে পারে । এখানে একটা কথা বলে রাখি, রেনুর পুকুরে এয়ারেটরের কোন প্রয়োজন নেই । সস্তার রেনু না নিয়ে অবশ্যই কোয়ালিটি রেনু নেবেন ।পারলে ব্রুডার দেখে যেন সংগ্রহ করবেন । এবং বিশ্বস্ত কোন হ্যাচারি থেকে নেবেন । পুকুরে যে পরিমাণ রেনু ছাড়বেন ঠিক তার সমপরিমাণ খাদ্য পুকুরে দিতে হবে এবং প্রথম দিন খাদ্য হিসেবে আটা দেবেন এবং তারপর 30 থেকে 40 শতাংশ প্রোটিন সমৃদ্ধ পাউডার খাবার আপনারা দেবেন । টোটাল যে খাবারটা আপনারা পুকুরে দেবেন সেটা কে তিন ভাগে ভাগ করে দেবেন । কার্প জাতীয় মাছের ক্ষেত্রে সকাল , দুপুর এবং বিকেল বেলায় দেবেন কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে সন্ধ্যা , রাত এবং ভোর সকালে খাবার দিতে হবে । 7 থেকে 10 দিন পর পর 25 শতাংশ করে খাবার বাড়াতে হবে । এইভাবে খাদ্য প্রয়োগ করলে 25 থেকে 30 দিনে রেনু একটা ভালো সাইজের হয়ে যাবে। রেনুর পুকুরে আমরা হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে থাকি এর ফলে পুকুরের তলায় গ্যাসের সৃষ্টি হতে পারে । এই গ্যাস যাতে না হয় তার জন্য প্রতি তিন থেকে চারদিন পর পর হররা টানতে হবে । অতি তাপমাত্রা এবং বৃষ্টির হাত থেকে রেনুকে বাঁচাতে পুকুরে তালপাতা দেওয়া যেতে পারে । যদি তালপাতা না পাওয়া যায় , তাহলে কচুরিপানাও দেওয়া যেতে পারে ।রেনু ছাড়ার পর আমরা অনেকেই গামছা নিয়ে রেনু দেখার চেষ্টা শুরু করে দেই । এটা কখনোই করা উচিত নয় ।

Track: Horizon — Ason ID [Audio Library Release]
Music provided by Audio Library Plus
Watch:    • Horizon — Ason ID | Free Background M...  
Free Download / Stream: https://alplus.io/horizon

Комментарии

Информация по комментариям в разработке