🌷 টুসু গান 🌷 Tusu gaan 🌷 পুরুলিয়ার টুসু গান 🌷 Purulia Video Song | মানভূম টুসু গীত 🌷 New Tusu Geet 2023 🌷 এবছরের নতুন টুসু গীত 🌷 Porichoy TV
#টুসু_গান,
Tusu_gaan,
#টুসু_সংগীত
#টুসু_গীত
#purulia_video_song
#tusugeet
#মানভূম_নুতুন_টুসু_গীত
#purulia_tusu_2023
#purulia_new_song
#new_purulia_song
#purulia_new_song_2022
#new_manbhum_song
জামবাদ মিলন আখরা
জামবাদ, কেন্দা, পুরুলিয়া – 723128
শিল্পী : সুমন্ত মাহাতো
পরিচালনায় : সৃষ্টিধর মাহাতো |
মো: 95646 23813 / 97757 85168
Video cover by - PORICHOY TV পরিচয় টিভি , Bally, Howrah-711227
Address-2 : Goysabad, P.O. V.D Serpur, Murshidabad-742301
বাংলার বাউল ও লোকগীতির চ্যানেল : / @porichoyfolktv5770
২৮তম লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব(৬-৮ ডিসেম্বর ২০২০)
আয়োজনে- লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
মঞ্চ : লোকগ্রাম,নিতাইনগর, ছিটকালিকাপুর, ২০২২।
টুসু সংগীত
এই সংগীতের মূল বিষয়বস্তু লৌকিক ও দেহগত প্রেম। এই গান গায়িকার কল্পনা, দুঃখ, আনন্দ ও সামাজিক অভিজ্ঞতাকে ব্যক্ত করে।
কুমারী মেয়ে ও বিবাহিত নারীরা তাদের সাংসারিক সুখ দুঃখকে এই সঙ্গীতের মাধ্যমে ফুটিয়ে তোলেন।
গানের মাধ্যমে মেয়েলি কলহ, ঈর্ষা, অভীপ্সা, দ্বেষ, ঘৃণা স্পষ্ট ভাষায় ব্যক্ত করা হয়।
টুসু উৎসব বা মকর পরব একটি লোকউৎসব, যা বাংলা অগ্রহায়ণ মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয়
পৌষ সংক্রান্তি বা মকর-সংক্রান্তির পুণ্যলগ্নে। টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসেবে কল্পনা করা হয়
বলে প্রধানত কুমারী মেয়েরা টুসুপূজার প্রধান ব্রতী ও উদ্যোগী হয়ে থাকে। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের
পুরুলিয়া জেলা,ঝাড়গ্রাম জেলা,বাঁকুড়া জেলা,পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম
জেলা,পশ্চিম সিংভূম জেলা, সাঁওতাল পরগনা, ধানবাদ জেলা,
সরাইকেল্লা খরসোয়া জেলা, রাঁচি ও হাজারিবাগ জেলার এবং ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলা,সুন্দরগড়
জেলা,কেন্দুঝর জেলা এর কৃষিভিত্তিক উৎসব।
টুসু উৎসব অগ্রহায়ণ সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত এক মাস ধরে পালিত হয়। ধানের ক্ষেত থেকে এক
গোছা নতুন আমন ধান মাথায় করে এনে খামারে পিঁড়িতে রেখে দেওয়া হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির সন্ধ্যাবেলায় গ্রামের কুমারী
মেয়েরা একটি পাত্রে চালের গুঁড়ো লাগিয়ে তাতে তুষ রাখেন। তারপর তুষের ওপর ধান, কাড়ুলি বাছুরের গোবরের মন্ড,
দূর্বা ঘাস, আল চাল, আকন্দ, বাসক ফুল, কাচ ফুল, গাঁদা ফুলের মালা প্রভৃতি রেখে পাত্রটির গায়ে
হলুদ রঙের টিপ লাগিয়ে পাত্রটিকে পিড়ি বা কুলুঙ্গীর ওপর রেখে স্থাপন করা হয়। পাত্রের এই পুরো ব্যবস্থা প্রতিদিন সন্ধ্যার পরে টুসু দেবী হিসেবে পূজিতা হন।
পৌষ মাসের প্রতি সন্ধ্যাবেলায় কুমারী মেয়েরা দলবদ্ধ হয়ে টুসু দেবীর নিকট তাদের ব্যক্তিগত ও
সামাজিক অভিজ্ঞতা সুর করে নিবেদন করেন ও দেবীর উদ্দেশ্যে চিঁড়ে, গুড়, বাতাসা, মুড়ি, ছোলা ইত্যাদি ভোগ নিবেদন করেন
(Source : https://bn.wikipedia.org/wiki)
Информация по комментариям в разработке