রিজিক বৃদ্ধির পরীক্ষিত আমল শুধুমাত্র এই ১ টি কাজ করুন!

Описание к видео রিজিক বৃদ্ধির পরীক্ষিত আমল শুধুমাত্র এই ১ টি কাজ করুন!

রিজিক বৃদ্ধির দোয়া আছে অনেক তবে আজ আমি আপনাদেরকে রিজিক বৃদ্ধির পরীক্ষিত আমল শিখিয়ে দেব।

হযরত আলী রাঃ হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ খন্দকের যুদ্ধের সময় বলেনঃ তারা অর্থাৎ ইহুদি নাসারারা আমাদের মধ্যবর্তী নামায অর্থাৎ আসরের নামায হতে বিরত রেখেছে। আল্লাহ তায়ালা তাদের ঘরবাড়ী ও কবরসমূহ আগুনে পরিপূর্ণ করুন (বুখারী, মুসলিম, ইবনে মাজাহ ও নাসাঈ)।

আমি মনে করি এটি রিজিক বৃদ্ধির শ্রেষ্ঠ আমল।

আল কানাবী আবু ইউনুস হতে বরনিত তিনি বলেন আয়েশা রাঃ আমাকে নির্দেশ দেন যে আমি যেন তাঁর জন্য কুরআন শরীফ লিপিবদ্ধ করি।

আয়েশা রাঃ আরো বলেন যখন তুমি এই আয়াতে পোউছাবে তখন আমাকে অবহিত করবে এবং আমার অনুমতি চাইবে। আয়াতটি হল "তোমরা নামাযসমূহের সংরক্ষণ কর, বিশেষত মধ্যবর্তী বিশেষত মধ্যবর্তী নামাযের" (সূরা বাকারাঃ আয়াত ২৩৮)

রাবী বলেন অতপর আমি উক্ত আয়াত লিপিবদ্ধ করার সময় তাঁকে অবহিত করে অনুমতি প্রার্থনা করি। আয়েশা রাঃ আমাকে তা এইরুপে লেখার নিরদেশ দেনঃ "তোমরা নামাযসমূহের হেফাজত কর, বিশেষভাবে মধ্যবর্তী নামাযের এবং আসরের নামাযের এবং আল্লাহর অনুগত হয়ে দাড়াও।" অতপর হযরত আয়েশা রাঃ বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঃ নিকট তা শুনেছি। (মুসলিম, নাসাঈ ও তিরমিযী)।

ইবনে উনার রাঃ হতে বরনিত তিনি বলেন রাসুলুল্লাহ সাঃ বলেছেন যে ব্যক্তি আসরের নামায হারাল অর্থাৎ পড়ল না সে যেন তার পরিবার পরিজন ও ধনসম্পদ সব থেকে বঞ্চিত হল (বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিজি ও ইবনে মাযা)

তো প্রিয় ভাই ও বোনেরা, রিজিক বৃদ্ধির এই পরীক্ষিত আমলটি করুন যা ফরজ ইবাদতের সাথে জড়িত।

Комментарии

Информация по комментариям в разработке