আবারো পদ্মার ভাঙ্গনে শরীয়তপুর জেলা বিলীন হওয়ার শঙ্কা | Shariatpur Will be destroyed in River Erosion

Описание к видео আবারো পদ্মার ভাঙ্গনে শরীয়তপুর জেলা বিলীন হওয়ার শঙ্কা | Shariatpur Will be destroyed in River Erosion

বিলীন হয়ে যেতে পারে শরীয়তপুরের বড় অংশ

আগামী বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫০০ হেক্টর বা ৪৫ বর্গকিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়ে যেতে পারে। এতে প্রায় ৪৫ হাজার মানুষ ঘরবাড়ি হারাতে পারে। সবচেয়ে বেশি ভাঙনের মুখে পড়তে পারে পদ্মাপারের মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীতীরবর্তী এলাকা।

সরকারের ট্রাস্টি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) পূর্বাভাসে এসব তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে সিইজিআইএস দেশের নদী বিশেষজ্ঞ ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সামনে এবারের পূর্বাভাসটি তুলে ধরে।

মূলত মে থেকে নদীভাঙন শুরু হয় সেপ্টেম্বর পর্যন্ত চলে। গত বছর শরীয়তপুরের নড়িয়ার প্রায় দুই বর্গকিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়ে। এতে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বসতভিটাসহ অনেক অবকাঠামো নদীতে বিলীন হয়ে যায়। এই ঘটনা তখন সারা দেশে আলোচিত হয়েছিল। সিইজিআইএস নড়িয়ার ভাঙনের পূর্বাভাস দিলেও পাউবো ওই এলাকা রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি। অবশ্য এ বছর পাউবো নড়িয়ায় পদ্মাতীরে জিওব্যাগ ফেলা, উল্টো পাড়ে জেগে ওঠা চর ও নদী খননের কাজ করছে। এর ফলে ওই এলাকায় এবার ভাঙন না হওয়ার সম্ভাবনা আছে বলে পাউবোর কর্মকর্তারা মনে করছেন।

ভূ-উপগ্রহের ছবি, ভাঙনপ্রবণ এলাকার মাটির ধরন পরীক্ষা ও মাঠপর্যায়ের গবেষণার ভিত্তিতে সিইজিআইএস নদীভাঙনের পূর্বাভাস দেয়। ২০০৪ সাল থেকে সংস্থাটি এই পূর্বাভাস দিচ্ছে। এখন পর্যন্ত পূর্বাভাসের ৭০ থেকে ৮০ শতাংশ সঠিক হয়েছে। ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে তা রক্ষায় যাতে সরকার উদ্যোগ নেয়, সে লক্ষ্যেই পূর্বাভাসটি দেওয়া হয়। এর আগে এক বছরের জন্য পূর্বাভাসটি দেওয়া হতো। এবারই প্রথম দুই বছরের জন্য পূর্বাভাসটি দেওয়া হলো।

#RiverErosion #ShariatpurRiverErosion

পদ্মার ভাঙ্গনে বিলীন হচ্ছে শরীয়তপুর জেলা:
   • পদ্মার ভাঙ্গনে বিলীন হচ্ছে শরীয়তপুর ...  

শরীয়তপুরের ভয়াবহ নদী ভাঙ্গন | ৩০সেকেন্ডে ১০একর জমি পদ্মায় বিলীনঃ
   • শরীয়তপুরের ভয়াবহ নদী ভাঙ্গন | ৩০সেক...  

পদ্মার পারে রহস্যজনক ভাবে দাড়িয়ে আছে গাজী কালুর বাড়িঃ
   • পদ্মার পারে রহস্যজনক ভাবে দাড়িয়ে আছে ...  

বালুর বস্তা ফেলে শরীয়তপুর জেলাকে পদ্মার ভাঙন থেকে রক্ষার চেষ্টাঃ
   • বালুর বস্তা ফেলে শরীয়তপুর জেলাকে পদ্...  

Комментарии

Информация по комментариям в разработке