দুর্গেশনন্দিনী উপন্যাস। ( সংক্ষিপ্ত ভাবে)

Описание к видео দুর্গেশনন্দিনী উপন্যাস। ( সংক্ষিপ্ত ভাবে)

মোঘল সম্রাটের সহিত পাঠানদের বিবাদ।এই দুই অনমনীয় রাজ শক্তির দ্বন্দ্বের মাঝে পড়ে নিঃশেষ হলো বীরেন্দ্রসিংহ।সব শেষে বীরেন্দ্রসিংহের নন্দিনীর সাথে মিলন হয় মোঘল সেনাপতির পুত্রের।আর পাঠান রাজা কতলু খাঁর মৃত্যুর পর, পাঠানরা মোঘলদের কাছে বশ্যতা স্বীকার করলো। -----এই কাহিনী অবলম্বনেই উপন্যাসটি রচিত----

উপন্যাসটি বঙ্কিমচন্দ্র তার বড় ভাই - শ্রীযুক্ত শ্যামাচরণ চট্টোপাধ্যায় কে উৎসর্গ করেন।


" #দুর্গেশনন্দিনী " সাহিত্যসম্রাট  #বঙ্কিমচন্দ্র_চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ১৮৬৫ সালের মার্চ মাসে এই উপন্যাসটি প্রকাশিত হয়।এটি বঙ্কিমচন্দ্রের চব্বিশ থেকে ছাব্বিশ বছর বয়সের রচনা। এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর বাংলা কথাসাহিত্যের ধারায় এক নতুন যুগ প্রবর্তিত হয়।

ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোঘল ও পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়। তবে এটিকে সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস মনে করা হয় না। কোনো কোনো সমালোচক এই উপন্যাসে ওয়াল্টার স্কটের 'আইভানহো' উপন্যাসের ছায়া লক্ষ্য করেছেন।

বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় এই উপন্যাসের তেরোটি সংস্করণ প্রকাশিত হয় এবং ইংরেজি ও অন্যান্য ভারতীয় ভাষাতেও এটি অনূদিত হয়।




---------------------------------------------------------------------
আমাদের ফেসবুক পেজ -   / নীরব-বাংলা-101515634885035  



#Durgesh_Nondini_by_Bankim_Chandra_Chottopadhy
#Bangla_Novel
#Nirob_Bangla
#Durgesh_Nondini
#NIROB
#Nirob_Bangla
#2D_animation
#Nirob_Nobi
#Md_Nobi_Hossain_Nirob
#Bhairab
#BA_Honours
#MA_Bangla
#বাংলা_বিভাগ
#B_Baria_Government_College

Комментарии

Информация по комментариям в разработке