প্রেমের বিয়ের পরেও পরকীয়া ! কেন ভেঙে গিয়েছিল মধুমিতা সৌরভের সুখের সংসার সামনে এল আসল কারন !

Описание к видео প্রেমের বিয়ের পরেও পরকীয়া ! কেন ভেঙে গিয়েছিল মধুমিতা সৌরভের সুখের সংসার সামনে এল আসল কারন !

#madhumitasarcar #souravchakraborty #perfectnews
টলিপাড়ার প্রাক্তন জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবং সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। এখনকার সফল নায়িকা মধুমিতা যে বিবাহিত তা জানা ছিল না অনেকেরই। কেরিয়ারের একেবারে শুরুর দিকেই বিয়েটা সেরে রেখেছিলেন তিনি। একই সিরিয়ালে কাজ করতে করতেই দুজনের প্রেম, অতঃপর বিয়ে। কিন্তু সাত জন্মের বন্ধন ভেঙে গিয়েছিল মাত্র কয়েক বছরেই। মধুমিতার কেরিয়ারের এক্কেবারে শুরুর দিকের সিরিয়াল ‘সবিনয় নিবেদন’। সেই সিরিয়ালের সেটেই সৌরভের সঙ্গে প্রথম আলাপ তাঁর। প্রথম দর্শনেই প্রেম না হলেও ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসেন মধুমিতা সৌরভ। প্রেম জমার সঙ্গে সঙ্গে সেরে ফেলেন বিয়ে। তবে সামাজিক ভাবে নয়, আইনি ভাবে বিয়ে করেছিলেন তাঁরা।

Комментарии

Информация по комментариям в разработке