NID/Smart ID কার্ড সংশোধন ।। National ID Card।। জাতীয় পরিচয়পত্র NID Correction Online
আমার ফেসবুক পেজ: / sheikhtechtips
জাতীয় পরিচয় পত্র সংশোধন লিংক: https://services.nidw.gov.bd/
অনেক সময় আমাদের জাতীয় পরিচয় পত্রে ভুল চলে আসে।
বর্তমানে নির্বাচন কমিশন থেকে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের আবেদন অনলাইনে গ্রহণ করা হচ্ছে ।
========নামের বানান ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় ================
আপনার এসএসসি সার্টিফিকেট, যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে অষ্টম শ্রেণির সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন এর ডিজিটাল কপি ( প্রযোজ্য ক্ষেত্রে এফিডেভিট এর দরকার হতে পারে ) ।
সংশোধন ফি:: 230 টাকা
=============বয়স সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় ==================
আপনার এসএসসি সার্টিফিকেট, অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে অষ্টম শ্রেণির সার্টিফিকেট, অথবা আপনার জন্ম নিবন্ধন এর ডিজিটাল কপি ( প্রযোজ্য ক্ষেত্রে এফিডেভিট এর দরকার হতে পারে ) ।
সংশোধন ফি:: 230 টাকা
বাবা অথবা মায়ের নাম পরিবর্তন অথবা আংশিক সংশোধন ।
যেমন অনেকের বাবা মায়ের নামের বানান ভুল আসে ।
সে ক্ষেত্রে শুধু এসএসসি সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন হলেই আবেদন করা যাবে । এবং বাবা-মায়ের এনআইডি কপি ।
আবার অনেকের ক্ষেত্রে বাবা মায়ের নামের প্রথম অংশ বা দ্বিতীয় অংশ পুরোটাই ভুল আসে ।
এতে আপনাকে এসেছে সার্টিফিকেট জন্ম নিবন্ধন , বাবা অথবা মা যার নাম ভুল আছে তার এনআইডির নাম্বার এবং স্ক্যান কপি ।
যাদের এসএসসির সার্টিফিকেট নেই অথবা বাবা তোর মায়ের এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথম শ্রেণীর গ্রাজুয়েট ম্যাজিস্ট্রেট থেকে এফিডেভিট করতে হবে ।
রক্তের গ্রুপ সংশোধন
রক্তের গ্রুপ যদি NID কার্ড এ না আসে সে ক্ষেত্রে আপনাকে মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে আপনার রক্তের গ্রুপ টেস্ট করাতে হবে ,
স্বাক্ষর সংশোধন ।
স্বাক্ষর সংশোধন একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার স্বাক্ষরটি যদি ভুল হয়ে থাকে বা এটি কি আপনি পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকের স্বাক্ষর অথবা চেকের স্বাক্ষর অথবা কোনো গুরুত্বপূর্ণ দলিল আপনার স্বাক্ষর এর কপি জমা দিতে হবে । পরবর্তীতে তারা এটা যাচাই-বাছাই করে দেখবে এবং প্রয়োজন সাপেক্ষে আপনাকে অফিসে ডাকতে পারে ।
ছবি পরিবর্তন ।
বর্তমান ঠিকানা পরিবর্তন ।
বর্তমান ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে আপনার বর্তমান বাসা অথবা বাড়ির ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল এই বিলের কপি আপনাকে প্রদান করতে হবে । চার্জ 230 টাকা
স্বামী অথবা স্ত্রীর নাম পরিবর্তন ।
মারা গেলে তার ডেট সার্টিফিকেট সংযুক্ত করতে হবে
অথবা তালাকপ্রাপ্ত হলে তালাকনামা সংযুক্ত করতে হবে ।
নতুন বিবাহ করলে তাকে ম্যারেজ সার্টিফিকেট সংযুক্ত করতে হবে ।
#nid_correction #Smart_ID_correction #জাতীয়_পরিচয়_পত্র
nid correction form bd,online nid bd,nid registration,bangladesh nid application system,online nid correction,online nid correction process,nid correction process,nid,nid bd,nid card,nid online copy,nid card check in bangladesh online,id card,voter id card,national id,nid card bd online,smart nid card correction,voter id card bd,nid bd check online,smart card bd,জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন,nid correction bd,nidw bd,nid card bd,smart id corrction, nid face recognition
Информация по комментариям в разработке