আর্জেন্টিনা VS ফ্রান্সের ফাইনালের রেফারি কে, কোন দেশের?
চলমান বিশ্বকাপে রেফারি নিয়ে বেশ আলোচনা- সমালোচনা চলছে। কারণ চলতি বিশ্বকাপের তিন-চারটি ম্যাচ নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছে। তাই আর্জেন্টিনা–ফ্রান্সের ফাইনালের রেফারি কে হচ্ছেন, তা নিয়ে সমর্থকদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে ।
তবে ফিফা জানিয়েছে পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক, আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন। ৪১ বছর বয়সী মার্চিনিয়াক চলমান বিশ্বকাপে এর আগেও আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন । আর শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন মার্চিনিয়াক ।
একটা সময়ের শৌখিন ফুটবলার, মার্চিনিয়াক, পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে, বিশ্বকাপ ফাইনাল পরিচালনার, দায়িত্ব পেলেন ।
Uzzal Express (উজ্জল এক্সপ্রেস)-এ স্বাগতম !
ভ্রমণ আমাদের বর্তমান জীবনের এমন একটি অংশ যাকে অস্বীকার করে কোনোভাবেই ভালো থাকা যায় না। ভ্রমণ আমাদের ক্লান্তি ও গ্লানিতে ভরে ওঠা মনকে পুনরায় কোন এক জাদুকাঠির ছোঁয়ায় সতেজ করে তোলে। আমি একজন ভ্রমণপিপাসু মানুষ।ভ্রমণ হচ্ছে সাধারণ জ্ঞানের অন্যতম উৎস। হাজার বার শোনার চেয়ে ১ বার দেখা ভালো। একঘেয়েমি জীবনের অবসরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।বছরের বিভিন্ন সময়ে পছন্দ মতো নানান জায়গায় ঘুরতে যায় আমরা।ঘুরতে যাওয়ার আনন্দের সেই সময় গুলোতে নতুন নতুন জিনিস দেখার ,অনেক কিছু নতুন শেখার অভিজ্ঞতাও হয় আমাদের। যথাযথ স্থান নির্বাচন একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে ভ্রমণের স্থান নির্ভর করে ভ্রমণকারীর মানসিক অবস্থা, শারীরিক সক্ষমতা, পারিবারিক পরিস্থিতি, আর্থিক স্বচ্ছলতা ইত্যাদি বিষয়ের উপর। আমি সাধারণত প্রকৃতির বুকে ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যেতেই ভালোবাসি। পাহাড়, নদী, সমুদ্র ও জঙ্গল এই সবই আমার অত্যন্ত পছন্দের বিষয়।জীবনে ভ্রমণের তাৎপর্য বলে শেষ করার মতন নয়। ভ্রমণ আমাদের শরীর তথা মন উভয়কে বিশেষভাবে প্রভাবিত করতে সক্ষম। ভ্রমনের ফলে একদিকে আমাদের মন যেমন জীবনের ক্লান্তি ও গ্লানি দূর করে সতেজ হয়ে উঠে, অন্যদিকে আমাদের শরীরও সকল জড়তা কাটিয়ে সতেজতায় পূর্ণ হয়ে ওঠে। এমনকি বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রেও ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে।তো চলুন Uzzal Express (উজ্জল এক্সপ্রেস)-এ ভ্রমণে বেরিয়ে পড়ি।
Welcome to Uzzal Express!
Travel is a part of our current life that we can't deny. Travel refreshes our tired and dull minds with the touch of a magic wand. I am a travel-loving person. Travel is one of the sources of general knowledge. Better a poor horse than no horse at all. The fun of going for a walk in the leisure of monotonous life is different. We go to different places of our choice at different times of the year. Choosing the right place is crucial for gaining a beautiful travel experience. However, the place of travel depends on the mental condition of the traveler, physical ability, family situation, financial well-being, etc. I usually love to run for the purpose of traveling in the bosom of nature. Mountains, rivers, seas and jungles are all my favorite subjects. Travel has a profound effect on both our body and mind. As a result of travel, on the one hand, our mind becomes refreshed by removing the fatigue and filth of life, on the other hand, our body also becomes full of freshness by overcoming all inertia. Travel is especially important in the treatment of various diseases. So let's go out on a trip on Uzzal Express.
Related Tags:Travellers,travel vlog,travel video cinematic,cinematic travel film,travel video cinematic,Uzzal Express,your travel ltd,your travel friend,উজ্জল এক্সপ্রেস,ভ্রমণ,ভ্রমণ ভিডিও,ভ্রমণ গাইড,ভ্রমণ আইডিয়া,budget travel,travel news,tourist attractions,tour,সফর,আনন্দ ভ্রমণ,Travel & Events,
Информация по комментариям в разработке