প্লাস্টিক নেটের মাচার খামারের সুবিধা || Advantages and disadvantages of loft farm

Описание к видео প্লাস্টিক নেটের মাচার খামারের সুবিধা || Advantages and disadvantages of loft farm

প্লাস্টিক নেটের মাচার খামারের সুবিধা || Advantages and disadvantages of loft farm

পোলট্রি ফার্মে এর সামগ্রী ও গরমের শেড ঠাণ্ডা রাখার ঝর্না ও ফগার ক্রয় করতে কল করুনঃ 01941771491, 01715828031

আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করুন অথবা ফেসবুক এ মেসেজ দিন
#social_media_link:
fb page:  / nusaiba-poul.  .
creator: fb:  / md.noruddin.7​  
fb gourp:  / 80381  .


খামারের মাচা পদ্ধতির সঠিক নিয়ম এবং ভুল গুলো।
আমাদের দেশের অনেক খামার (ব্রয়লার, সোনালী, দেশী, টার্কি, কোয়েল এমনকি লেয়ার ফার্মও) মাচা সিস্টেমে করা হয়। এইসব খামার মুলত পুকুর, খাল বা জলাশয়ের উপর করা হয়ে থাকে। তাছাড়া দেশের অন্যান্য স্থানেও অল্প বিস্তর মাচা সিস্টেমে ফার্ম দেখা যায়। এই সিস্টেমে সুবিধা অসুবিধা দুটোই আছে।
আজ মাচা সিস্টেমে ফার্ম বানাতে গিয়ে খামারীরা যে ভুল করে সেটি নিয়ে বলবো। সাথে সে ভুলের সমাধান দেবার চেষ্টা করবো।
#ভুল_০১
মাচা বানাতে গিয়ে অনেক খামারী মোটা মোটা (১.৫-২.০ ইঞ্চির বেশী) বাঁশের পাত ব্যবহার করে। এবং বাঁশের পাতগুলোর মাঝে ফাঁকা দেয় না বা দিলেও অনেক কম ফাঁকা দেয়। এর ফলে মুরগীর ড্রপিংস্ মাচার ফাঁকা অংশ দিয়ে নিচে পরে যেতে পারে না। এবং মাচার উপরে জমা হতে থাকে। একসময় ড্রপিংস্ জমা হতে হতে পুরো মাচা ভরে যায়। ফলে সেখান থেকে নানা রোগ-ব্যাধি দেখা দেয়।
(চিত্রঃ ০১)
#সমাধান_০১
মাচা বানানোর সময় প্রতিটি বাঁশের পাত ১.৫-২.০ ইঞ্চির বেশী মোটা করে বানানো যাবে না। এবং প্রতিটি বাঁশের পাতের মাঝে ১.০-১.৫ ইঞ্চি ফাঁকা দিতে হবে। তাহলে মুরগীর ড্রপিং মাচার ফাঁকা অংশ দিয়ে সহজে নিচে পরে যাবে এবং মাচাতে জমা হবে না।
#ভুল_০২
অনেক খামারী মাচা বানানোর সময় বাঁশের পাতগুলোর মাঝে বেশী করে ফাঁকা দেয়। ফলে মাচার উপর চলাচল করতে গিয়ে সেই ফাঁকা জায়গায় মুরগীর পা আটকে যায় এবং অাঘাত জনিত কারনে ঠিকমত হাঁটতে পারে না। অনেক সময় পা আটকে মুরগী মারা যাবার ঘটনাও ঘটে।
#সমাধান_০২
এই সমস্যা সমাধানের জন্য পূর্বের মত বাঁশের পাতগুলোর মাঝে ১.০-১.৫ ইঞ্চি ফাঁকা দিয়ে মাচা বানাতে হবে। এবং পুরো মাচার উপর ছবিতে প্রদর্শিত পদ্ধতিতে নেট বিছিয়ে দিতে হবে। নেটের ছিদ্রগুলো মাঝারি ধরনের হতে হবে। এই নেট বিছিয়ে দেবার কারনে মুরগীর পা মাচার ফাঁকা অংশে ঢুকে যেতে পারবে না। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভবনা নেই।


বয়লার মুরগীর খামারে চুন প্র‍য়োগ/মাচার খামারে চুন প্রয়োগ
link: https://www.youtube.com/watch?v=ROFwG​...

পাএ নিরাপদে রেখে খামার পরিস্কার করার কৌশল
link: https://www.youtube.com/watch?v=o9pOO​...


সাবধান সাবধান সাবধান এই ভুলটি কখনো খামারে করবেননা]
link: https://www.youtube.com/watch?v=6jw8p​...


খাদ্যের পাত্র ও পানির পাত্র কতটুকু উচ্চতা রাখা দরকার তার সঠিক নিয়ম
link: https://www.youtube.com/watch?v=Ne2TQ​...

বাচ্চা ব্রুডিং ও তাপ নিয়ন্ত্রণ এই ভিডিও লিঙ্ক :https://www.youtube.com/watch?v=giUdT​...


পর্দা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ: https://www.youtube.com/watch?v=909L-​...

খামারে ছালার চট ব্যবহারের সুবিধা : https://www.youtube.com/watch?v=gaMK4​...


নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে
সাবস্ক্রাইব করুন ।

Комментарии

Информация по комментариям в разработке